উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডুয়ার্সে (Dooars) শুরু হয়ে গেল অনুরাগ বসু পরিচালিত ছবি ‘আশিকি-৩’-এর (Aashiqui 3) শুটিং। বুধবার সকাল থেকেই শুটিং চলছে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর (Leesh river) চরে। কিছুদিন আগেই ডুয়ার্সে এসেছেন অনুরাগ বসু। এবার ডুয়ার্সে পা রেখেই শুটিং শুরু করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলাকে (Sreeleela)। তাঁকেও এদিন দেখা গিয়েছে শুটিংয়ে।
মার্চ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত এই ছবির। কার্তিক এই ছবির জন্য নিজের লুক একদম বদলে ফেলেছেন। গাল ভর্তি দাড়ি, এলোমেলো চুলে একদম অন্যরকম অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। বলিউড ছবির শুটিংয়ের খবরে স্বাভাবিকভাবেই ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে গোটা এলাকায়। কার্তিক ও শ্রীলীলাকে এক ঝলক দেখার জন্য আশেপাশের এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন লিস নদীর পাড়ে। চলতি বছর কালীপুজোর মরশুমেই অনুরাগ বসুর ‘আশিকি-৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় চালসার (Chalsa) একটি বিলাসবহুল হোটেলে অনুরাগ বসুকে সংবর্ধনা জানান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। ডুয়ার্সে (Dooars) শুটিং হলে এলাকার আর্থিক উন্নয়ন হবে। এর জন্য আরও বেশি করে সেখানে শুটিংয়ের জন্য আহ্বানও জানিয়েছিলেন হোসেন হাবিবুল হাসান।