শিলিগুড়ি: কসবার আইন কলেজের আইনী পড়ুয়া এক ছাত্রীর উপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদে উত্তাল সারা রাজ্য। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভে শামিল হলেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এদিন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আইনজীবীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ দাস বলেন, “এটা শুধুমাত্র একজন আইনজীবীর উপর আক্রমণ নয়, এটা গোটা আইন ব্যবস্থার উপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”