বুধবার, ৯ জুলাই, ২০২৫

Kasba Gang Rape | কসবা গণধর্ষণ কাণ্ডে মূল তিন অভিযুক্তের ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেপাজত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ৮ জুলাই পর্যন্ত কসবা গণধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্তকে থাকতে হবে পুলিশি হেপাজতেই। অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেপাজতে থাকতে হবে ৪ জুলাই পর্যন্ত। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এদিন আদালতে অভিযুক্তদের ১০ দিনের হেপাজত চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ।

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার প্রধান অভিযুক্ত-সহ ধৃত চার জনকে আলিপুর আদালতে হাজির করানো হয়। গত ২৫ জুন কসবার আইন কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় কলেজের প্রাক্তনী তথা তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র, কলেজের দুই পডু়য়া জইব এবং প্রমিত। পরবর্তীতে ওই ঘটনায় পরে পুলিশ গ্রেপ্তার করে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। জানা যাচ্ছে, ঘটনার দিনের বিকেল ৪টের পর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই ফুটেজ ঘেঁটে এখনও পর্যন্ত ১৭ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার সকালে লালবাজারের তরফে একটি স্পষ্ট বার্তায় জানানো হয়েছে, নির্যাতিতার পরিচয় প্রকাশে যে কোনও চেষ্টাই আইনত অপরাধ। এমন কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, “নির্যাতিতার গোপন তথ্য ছড়ানো বা অন্য কোনওভাবে পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে। এটা আইন লঙ্ঘনের সামিল।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dilip Ghosh | ‘দিলীপ ঘোষ সেলেবল নয়’, শমীকের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য বর্ষীয়ান বিজেপি নেতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জল্পনা ছিল একুশে জুলাইয়ের মঞ্চে...

Suvendu Adhikari | এরা সকলেই ‘ভাইপো গ্যাং’-এর সদস্য! ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করলেন শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবাকাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে...

Purba Bardhaman | বর্ষায় জলমগ্ন স্কুল, চলছে পঠনপাঠন, দুর্ভোগে পড়ুয়া-শিক্ষকরা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বর্ষা নামতেই ‘জলাভূমি’র রূপ নিয়েছে গোটা...

Recruitment Scam | ‘অযোগ্য’ চাকরিহারাদের বাঁচাতে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য! কবে শুনানি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোগ্য চাকরিহারাদের বাঁচাতে চেষ্টার কসুর...