Friday, July 5, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গKatiman Mango | সারাবছর ফলন দেয় কাটিমন, এই আম চাষ করে তাক...

Katiman Mango | সারাবছর ফলন দেয় কাটিমন, এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মালদার রাজীব

গাজোলঃ আম মালদা জেলার আবেগ। গোটা দেশে আমের কথা বললেই উঠে আসে মালদার নাম। ফজলি, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ এইরকম বিভিন্ন প্রজাতির আম কয়েক দিনের মধ্যেই দখল করবে বাজার। মূলত বছরের এই একটা সময়ই আম পাওয়া যায় মালদা জেলায়। তবে ব্যতিক্রম ঘটিয়েছেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামের আম চাষি রাজীব রাজবংশী। এক বিঘা জমিতে তিনি লাগিয়েছেন প্রায় শ’খানেক কাটিমন আম গাছ। এই গাছের বিশেষত্ব সারা বছরই আম পাওয়া যায় এই গাছগুলিতে। আর এই প্রজাতির আম চাষ করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন অন্যান্য আম চাষীদের।

বারোমাসিয়া নতুন প্রজাতির কাটিমন আম চাষ সম্পর্কে বলতে গিয়ে রাজীব জানালেন, বাংলাদেশের একটি ভিডিওতে ২০২০ সালে এই আমগাছ দেখেছিলেন তিনি। বাংলাদেশে এই চাষ সফল হলে মালদাতেও যে সফল হবে সে সম্পর্কে নিশ্চিত ছিলেন। তাই সেই সময় থেকেই এই আম চাষে উদ্যোগী হয়েছিলেন তিনি। রাজীব আরও জানালেন, বারোমাসি আম বলতে যা বোঝায়, কাটিমন কিন্তু তার থেকে আলাদা। বারোমাসি আমে দেখা গেছে মূলত বছরে দু’‌বার আম ধরে। কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সবদিনই গাছে আম পাওয়া যায়। একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই। অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল আসে অন্য ডালে। এইভাবেই একটি গাছে পরপর আম ফলতে থাকে। বছরের সবসময় এভাবেই চলতে থাকে। গাছ লাগানোর দু’‌বছরের মধ্যেই গাছে মুকুল আসতে শুরু করেছিল। যদিও গাছগুলি তখন খুব ছোট থাকায় তিনি আম নেননি। তবে গত বছর থেকে বড় মাপের গাছগুলি থেকে আম নিতে শুরু করেছেন। মুকুল ধরার পর আম পরিপক্ক হতে সময় লাগে প্রায় প্রায় সাড়ে ৩ মাস। আমের সাইজও বেশ বড় মাপের হয়। একটু বড় সাইজের তিনটি আমে এক কেজি হয়ে যায়। আর সাইজ ছোট হলে চার-পাঁচটিতে এক কেজি হয়।

এই প্রজাতির আম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়? এই প্রশ্নের উত্তরে রাজীব জানালেন, গাছের পরিচর্যা করতে বছরে দু’‌বার গোবর সার দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করতে হয়। তবে নতুন পাতা আসার সময় কীটনাশক একটু বেশি দরকার হয়। এই আমের স্বাদ কি অন্যান্য আমের মতো, নাকি একটু আলাদা? এই বিষয়ে রাজীব বলেন, কাটিমন আমে প্রচুর পরিমাণে শাঁস থাকে। আমের গুঠি খুবই ছোট এবং পাতলা। আম্রপালির মতো মিষ্টি। সুগন্ধ অনেকটা লক্ষণভোগ আমের মতো। রাজীবের আশা, এবার ভালই দাম পাওয়া যাবে। গতবার শীতের সময় পাইকারি ৬০ টাকা কেজি দরে আম বিক্রি করেছিলাম। আমের মরসুমেও মনে হচ্ছে বেশ ভালোই দাম পাব।

জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান, ‘‌নিজের উদ্যোগে বারোমাসি কাটিমন আমের চাষ শুরু করেছেন পান্ডুয়ার রাজীব রাজবংশী। নিজের উদ্যোগে এই প্রজাতির আম চাষ শুরু করেছেন। খুব ভাল উদ্যোগ। আম চাষিরা অসময়ের এই প্রজাতির আমের ভাল দামও পাবেন। আমরা রাজীব বাবুর আমবাগান পরিদর্শনে যাব।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Islampur | ইলুয়াবাড়িতে শিল্পহীন তালুক, ব্যবসায়ীদের বিরুদ্ধে পালটা অভিযোগ সরকারি সংস্থার

0
ইসলামপুর: ইসলামপুর ইলুয়াবাড়ি শিল্পতালুক যেন রূপকথা গল্পের সেই 'কুমিরছানা।' একাধিক ব্যবসায়ী জমি বাবদ সবমিলিয়ে প্রায় ১০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করলেও এখনও শিল্পতালুকের...

Darjeeling landslide | দার্জিলিংয়ে ধস, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জারি সতর্কতা

0
শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস (Darjeeling landslide) নেমে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হল দুটি গাড়ি। যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও...

Naxalbari | বেহাল নকশালবাড়ি উপস্বাস্থকেন্দ্র, সাপের আতঙ্কে রোগীরা

0
নকশালবাড়ি: উপস্বাস্থকেন্দ্রের বেহাল দশায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। সাপের ভয়ে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রমুখী হচ্ছেন না। এলাকার একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা জলকাদাময়। দু’দিকে চা বাগান ও জঙ্গলপূর্ণ।...

TMC Leader Arrest | জমিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির আরও এক তৃণমূল নেতা

0
শিলিগুড়ি: সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার জের। গ্রেপ্তার হলেন শিলিগুড়ির (Siliguri) আরও এক তৃণমূল নেতা (TMC Leader Arrest)। ধৃতের...

Siliguri | ট্রাফিক সিগন্যালে হলুদ বাতির সংকেতে বিভ্রান্ত শিলিগুড়ি

0
শিলিগুড়ি: সেবক রোডের পাঞ্জাবিপাড়ার শিব মন্দির মোড়ে এসে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন বাইকচালক অসিত রায়। তিন মাথার ওই মোড়ে লাগানো ট্রাফিক পয়েন্টগুলোতে তখন জ্বলছে–নিভছে...

Most Popular