Wednesday, May 31, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গমোথাবাড়িতে মূর্তি স্থাপন করে স্মরণ নজরুলকে

মোথাবাড়িতে মূর্তি স্থাপন করে স্মরণ নজরুলকে

মোথাবাড়ি: মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে নজরুলের মূর্তি স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করলো ‘ভাবনা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূর্তির আবরণ উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার মোথাবাড়ি পুলিশের সহযোগিতায় ২০০ জনকে গাছ বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন মোথাবাড়ি সিআই সুজন কুমার রায়, মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব, স্থানীয় গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোঃ গোলাম কিবরিয়া বিশিষ্ট শিক্ষাবিদ শক্তি পাত্র প্রমুখ। নজরুলের মূর্তি স্থাপন করে ‘ভাবনা’-র তরফে মোথাবাড়ি এলাকায় গাছ লাগানোর পাশাপাশি, জল অপচয়, গঙ্গা দূষণ রোধ ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সংকল্প নেওয়া হয়। এদিনের এই উদ্যোগে সহযোগিতা করেছে মোথাবাড়ি পুলিশ ও স্থানীয় গঙ্গাপ্রসাদ গ্রামপঞ্চায়েত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments