উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণের জন্য খুলেছে কেদারনাথ ও বদ্রীনাথের দরজা। মন্দিরের দরজা খুলতেই ঢল নেমেছে পুণ্যার্থীদের। এত বেশি পুন্যার্থীর চাপে গত পাঁচ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। এবার দেব দর্শন নিয়ে বড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ড সরকার। বন্ধ করা হল অফলাইন রেজিস্ট্রেশন। একইসঙ্গে ভিডিওগ্রাফি ও রিলস বানানোর উপরও জারি করা হল নিষেধাজ্ঞা।
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানান হয়েছে, চারধামে ভিআইপি দর্শন বন্ধ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। ভিআইপি দর্শন বন্ধের পাশাপাশি মন্দির চতব্রের ৫০ মিটারের মধ্যে ভিডিও ও রিলস বানানোর উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কারণ রিলস ও ভিডিওর কারণে বহু জায়গায় ভিড় হয়। সমস্যায় পড়েন পুন্যার্থীরা। তাই তাঁদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এও বলা হয়েছে যদি কেউ রিলস বানাতে গিয়ে বা মন্দির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রচার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, চারধাম যাত্রা শুরু হয়েছে ১০ মে থেকে। দেশ- বিদেশ মিলিয়ে গত ৬ দিনে কেদারনাথে পা রেখেছেন ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।