Saturday, June 3, 2023
Homeজাতীয়পাকিস্তানে গুলিতে খুন খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ

পাকিস্তানে গুলিতে খুন খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ

লাহোর: পাকিস্তানে খুন হলেন খলিস্তানপন্থী জঙ্গি নেতা পরমজিৎ সিং পঞ্জওয়ার ওরফে মালিক সর্দার সিং। শনিবার দুপুরে পরমজিতের মৃত্যুর কথা জানান খলিস্তানপন্থী গোষ্ঠী দল খালসার প্রধান কুঁয়ার পাল সিং। এদিন সকালে পাক পঞ্জাবের রাজধানী লাহোরের জোহর টাউন এলাকার রাস্তায় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী বাইকে চেপে এসে পরমজিতকে গুলি করে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রসঙ্গত, গত নভেম্বরে পাকিস্তানে খুন হয়েছিলেন খলিস্তানি জঙ্গি নেতা হরবিন্দর সিং রিন্দা।

এই খুনের নেপথ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছে খলিস্তানপন্থীদের একাংশ। গত কয়েক বছরে একাধিকবার পরমজিতের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র এবং মাদক পাচারের অভিযোগ উঠেছে।

নব্বইয়ের দশকে খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান হয়েছিলেন পরমজিৎ। তার কিছু দিনের মধ্যেই গোপনে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ষাটের দশকে পঞ্জাবের তরণতারণে জন্ম পরমজিতের। আশির দশকে উত্তাল পঞ্জাবে তিনি সমবায় ব্যাংকের চাকরি ছেড়ে খলিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে পুলিশ সূত্রের খবর। পরমজিতের তুতো ভাই লব সিং খলিস্তান কমান্ডো ফোর্সের শীর্ষ নেতা ছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে লবের মৃত্যুর পরে পরমজিৎ সংগঠনের প্রধান হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments