উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে মৃত্যু হল খলিস্তানি আন্দোলনের মুখ জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের ভাইপো লখবির সিং রোদের। জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খলিস্তানি জঙ্গি নেতার। পাকিস্তানেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শিখ রীতি মেনেই তার শেষকৃত্য করা হয়েছে। যদিও সরকারিভাবে এই মৃত্যু সংক্রান্ত কোনও খবর মেলেনি।
পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ভারতে নাশকতা চালানোর অভিযোগ ছিল লখবিরের বিরুদ্ধে। তাকে সন্ত্রাসবাদীর তকমাও দিয়েছিল ভারত সরকার। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিচালনায় পঞ্জবে নাশকতা চালাত লখবির। ২০২১ থেকে শুরু করে দু’বছর ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছে লখবির। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে লখবিরের বাড়িতে তল্লাশিও চালায় এনআইএ। বাজেয়াপ্ত করা হয় লখবিরের সম্পত্তি।
খলিস্তানি আন্দোলনের কথা বললে শুরুতেই আসবে ভিন্দ্রানওয়ালের নাম। তার হাত ধরে খলিস্তানি আন্দোলনের সূচনা নয়। কিন্তু তার আমলেই মাথাচাড়া দেয় এই আন্দোলন। ‘অপারেশন ব্লুস্টারে’ প্রাণ হারায় ভিন্দ্রানওয়ালে।