Exclusive

Kharibari | পুকুর ভরাট কাণ্ডে আড়াই লক্ষ টাকা জরিমানা

খড়িবাড়ি: খড়িবাড়িতে (Kharibari) বেআইনি পুকুর ভরাট (pond filling) কাণ্ডে অবশেষে আড়াই লক্ষ টাকা জরিমানা (Fine) সহ ভরাট করা পুকুরটির সম্পূর্ণ মাটি তুলে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ জারি করল খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অন্যথায় অভিযুক্ত পুকুর মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।

গত ২৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সংবাদে খবরটি প্রথম প্রকাশিত হবার পর নড়েচড়ে বসে প্রশাসন। উল্লেখ্য, খড়িবাড়ি কেশরডোবায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে প্রশাসনের নাকের ডগায় আর্থমুভার ও ট্র্যাক্টর দিয়ে বেপরোয়াভাবে চলছিল পুকুর ভরাট। এক বিঘার একটি বিরাট পুকুর চোখের সামনে ভরাট হচ্ছিল অথচ প্রশাসন সব দেখেও নিষ্ক্রিয় ছিল। পুকুর ভরাট করে সেই জমি চড়া দামে জমি বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের। পুকুরটির মালিক স্বর্গীয় বিমল সরকারের ছেলের ভূপেন্দ্র সরকার ঘটনায় মূল অভিযুক্ত।

খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহের তৎপরতায় পুলিশ এবং খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘটনার তদন্ত শুরু করে। এরপর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে নোটিশ জারি করে অভিযুক্ত পুকুর মালিক ও তাঁর ছেলে ভূপেন্দ্রকে জমির চরিত্র পরিবর্তনের শংসাপত্র, পুকুর ভরাটের অনুমতিপত্র এবং পুকুর যে বালি দিয়ে ভরাট করা হয়েছে তার রয়্যালটি নিয়ে দপ্তরের অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরপর দুটি নোটিশ জারি করার পর অভিযুক্ত ভুপেন্দ্র অতিরিক্ত সময়ের জন্য আবেদন করেন।

এদিকে যেহেতু মালিক মৃত তাই ছেলে ভুপেন্দ্র দীর্ঘ টালবাহানার অবশেষে শুক্রবার বাতাসির (Batasi) খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিসে হাজিরা দেয়। স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ্যে এদিন অফিস সরকারিভাবে বন্ধ থাকলেও শুধুমাত্র পুকুর ভরাট কেসের জন্য অফিসে হাজির ছিলেন ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ক্লিমেন্ট ক্রিস্টফ ভুটিয়া। ক্লিমেন্ট জানান, এদিন অভিযুক্তরা হাজিরা দিয়েছেন। তবে তার পুকুর ভরাটের অনুমতি কিংবা বালির রয়্যালটির কোনও কাগজ দেখতে পারেননি। রয়্যালটি বাবদ এদিন অভিযুক্তদের আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ডিসিআর কাটা হয়েছে। সোমবার টাকা ব্যাংকে জমা করতে হবে। এছাড়াও আগামী দশদিনের মধ্যে ভরাট করে পুকুরের সমস্ত মাটি তুলে ফেলে পুকুরটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে।

তাঁর সংযোজন, ব্যাংকে জমা না করা হলে ১০ গুণ টাকা অর্থাৎ ২৫ লক্ষ টাকা পেনাল্টি দিতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় ফৌজদারি মামলা করা হবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

মাটিগাড়া, ১১ মে ঃ শিবমন্দিরে সম্প্রতি একটি জমিতে জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনায় লজ্জায় মুখ…

9 mins ago

IPL | নির্বাসনের কবলে ঋষভ পন্থ, নতুন অধিনায়ক নিয়ে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল…

27 mins ago

ভায়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা

43 mins ago

Lok Sabha Election 2024 | মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর…

53 mins ago

Raiganj | দেহ ব্যবসায় রাজি হয়নি স্ত্রী, সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালাল স্বামী

রায়গঞ্জ: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীর সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালাল…

1 hour ago

Kaliyaganj | মাঝ রাস্তায় লরি দাঁড় করিয়ে গভীর ঘুমে চালক, কী হল তারপর?

কালিয়াগঞ্জ: নেশায় বুঁদ হয়ে চার চাকার ছোট লরি রাস্তার মাঝে দাঁড় করিয়ে চালকের আসনে বসেই…

1 hour ago

This website uses cookies.