কলকাতা: রিজেন্ট পার্ক এলাকায় এক বাসিন্দাকে অপহরণের অভিযোগ। ঘটনায় বজবজের পূজালি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। ওই ব্যক্তির পরিবারের দাবি, তাঁর বাড়িতে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। রিজেন্ট পার্ক থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী। শেষপর্যন্ত পূজালি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকেই রিজেন্ট পার্কের বাসিন্দাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের থেকে টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, টাকা আদায়ের জন্যই অপহরণ করেছিল সে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: প্রেসিডেন্সি সংশোধনাগারে আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ