মেটেলি: নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলেও মেলেনি মজুরি। তাই এবার মজুরি প্রদানের (Due wages) দাবিতে বিক্ষোভে শামিল হল মাটিয়ালি (Matelli) ব্লকের কিলকোট ও নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে এই দুই চা বাগানের শ্রমিকরা মজুরি প্রদানের দাবিতে বাগানের ফ্যাক্টরিতে গিয়ে বিক্ষোভ (Workers Protest) দেখান। বাগানের ম্যানেজারকে ঘেরাও করেও দেখানো হয় বিক্ষোভ। এরপর কিলকোট চা বাগানের ম্যানেজারের মজুরি প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে কাজে যোগদান করেন। তবে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা এখনও ধরনা চালিয়ে যাচ্ছেন।
জানা গিয়েছে, একই মালিকানাধীন এই দুই চা বাগান। প্রতিমাসে ৯ তারিখে এই দুই চা বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি প্রদান করার কথা। কিন্তু চলতি মাসের ১২ তারিখ হয়ে গেলেও এখনও মজুরি পাননি শ্রমিকরা। পাশাপাশি শ্রমিকদের পিএফ-এর টাকাও জমা করা হচ্ছে না বলে অভিযোগ। বাগানের কয়েকজন শ্রমিক জানান, মজুরি না পাওয়ায় পেয়ে স্বাভাবিকভাবেই সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। যদিও বাগান কর্তৃপক্ষের তরফে শুক্রবার মজুরি প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবারও মজুরি প্রদান না করা হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও মজুরি প্রদানের দাবিতে বিক্ষোভে দেখিয়েছিলেন এই দুই চা বাগানের শ্রমিক সহ স্টাফ ও সাব স্টাফেরা।