কিশনগঞ্জ: একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় প্রায় ৮০ হাজার টাকা লুটের ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ (Police)। কিশনগঞ্জের (Kishanganj) পুঠিয়া থানা এলাকার ঘটনা। ঘটনায় গ্রেপ্তার (Arrest) করা হয়েছে ওই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থারই এক কর্মীকে। পুলিশ সুপার সাগর কুমার জানান, পুলিশ ইসলামপুর থেকে লুটের ৮০ হাজার ৩৫০ টাকা সহ সঞ্জয় রায় নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সঞ্জয় জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, ধৃত নিজেই গত ৬ ডিসেম্বর পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়েছে, বেলা আড়াইটা নাগাদ ঋণের কিস্তির সমস্ত টাকা নিয়ে ওই ব্যক্তি বাইকে করে ইসলামপুর যাচ্ছিলেন। সেই সময় টিপিঝাড়ি ও উত্তরবঙ্গের ইসলামপুর সীমান্তে শাল বাগানের কাছে আগে থেকেই বাইকে দাঁড়িয়ে থাকা তিনজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার গলায় চাকু ঠেকিয়ে টাকা সমেত ব্যাগ লুট করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযোগের তদন্তে নেমে জানতে পারে ঘটনার নাটের গুরু অভিযোগকারী সঞ্জয়ই। এরপর মহকুমা পুলিশ আধিকারিক মাঙ্গলেশ সিংয়ের নেতৃত্বে গঠিত পুলিশের দল ইসলামপুর থেকে লুটের সমস্ত টাকা সহ সঞ্জয়কে এদিন গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সংস্থার ইসলামপুর শাখার ম্যানেজার ধৃতের বিরুদ্ধে পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।