কিশনগঞ্জঃ কিশনগঞ্জ থেকে মহাকুম্ভে যাওয়ার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ পূণ্যার্থীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার বকসর জাতীয় সড়কে। জানা গিয়েছে, এদিন রাতে কিশনগঞ্জ জেলার জেলার কুর্লিকোট থানার অধীন লোধাবাড়ি গ্রামের ৮ জন বাসিন্দা একটি ছোট গাড়িতে সড়কপথে রওনা দিয়েছিল প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশে। যাওয়ার পথে বকসর জেলার কঠার খুর্দ গ্রামের কাছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে পূণ্যার্থীদের গাড়িটি। এই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুলেশ্বরী ও শত্রুঘ্ন রাজভর নামে দুই জনের। এই দুর্ঘটনায় মারাত্বক জখম হন শেলী দেবী, আশা দেবী, রেনু কুমারী ও ছোট গাড়ির চালক মুনারুল হক। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাটনা মেডিকেল কলেজে। এই দুর্ঘটনায় লোধাবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে বাজেয়াপ্ত করেছে।
Kishanganj accident | মহাকুম্ভে যাওয়ার পথে বিপত্তি, পথ দুর্ঘটনায় মৃত্যু ২ পূণ্যার্থীর
শেষ আপডেট: