Tuesday, June 6, 2023
Homeজাতীয়শারীরিক সম্পর্ক স্থাপনের পর মহিলাকে খুন! গ্রেপ্তার দেওর

শারীরিক সম্পর্ক স্থাপনের পর মহিলাকে খুন! গ্রেপ্তার দেওর

কিশনগঞ্জ: শারীরিক সম্পর্ক স্থাপনের পর মহিলাকে খুন! কিশনগঞ্জের পাহারকাট্টা থানা এলাকার ভোটাথানা গ্রামের ঘটনায় মহিলার মাসতুতো দেওরকে গ্রেপ্তার করল পুলিশ। গত ৮ মে গ্রামের ভুট্টাখেত থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার গলায় ক্ষতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর গলার নলি কেটে মহিলাকে খুন করে।

মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান এই খুনের মোটিভ পরকীয়া প্রেম।সূত্র জানিয়েছে মৃতার স্বামী মহম্মদ সাদিক তিনবছর আগে হাদিসাকে ত্যাগ করে ও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যায়।শুধুমাত্র তাইনয় মুম্বাইয়ে দ্বিতীয় বিয়ে করে বলে সূত্র জানিয়েছে।এরপর থেকে মৃতা দুই ছেলে মেয়েকে নিয়ে শশুর বাড়িতে থাকটেন।অপরদিকে এই ঘটনায় ধৃত সম্পর্কে মাসতুতো দেওর মজহর আলমের সাথে বৌদি হাদিসার অবৈধ সম্পর্ক গড়ে উঠে।

মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান, পরকীয়া সম্পর্কের জেরে এই খুন। ওই মহিলার স্বামী বছর তিনেক আগে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে অন্য মহিলাকে বিয়ে করে। এরপর দুই ছেলেমেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতে শুরু করেন ওই মহিলা। এদিকে, মাসতুতো দেওরের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওই মহিলা তাঁর দেওরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। গত ৭ মে ভুট্টাখেতে ওই মহিলাকে ডেকে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত যুবক। এরপর মহিলার গলা কেটে খুন করে বলে অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্ত দেওরকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় এই খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments