কিশনগঞ্জ: রাতের অন্ধকারে নিজের এক বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে গা পালিয়ে গেলেন বাবা-মা। মঙ্গলবার গভীররাতে শিশুটি উদ্ধার হয় কিশনগঞ্জ পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের বালুচুক্কা মহল্লায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে শিশু কল্যাণ দপ্তরের অধীন হোমে রাকাহ হয়েছে। শিশুটির বাবা-মায়ের খোঁজ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ, একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান বালুচুক্কা মহল্লার বাসিন্দারা। স্থানীয়রা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখেন, একটি শিশু অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। শিশুটির বয়স প্রায় ১ বছর। শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা সন্ধান চালান বাবা-মায়ের। রাতভর নিজেদের হেপাজতে রেখে বুধবার সকালে তাঁরা শিশুটিকে তুলে দেন কিশনগঞ্জ পুলিশের হাতে। পরে পুলিশ শিশুটির মেডিকেল করিয়ে তুলে দিয়েছে জেলা শিশু কল্যান দপ্তরের হাতে। পুলিশের অনুমান, রাতের অন্ধকারে শিশুটিকে ফেলে রেখে পালিয়েছে বাবা-মা। শিশুটির পরিবারের খোঁজ শুরু হয়েছে।
এদিকে গ্রামবাসীরা শিশুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন যাতে শিশুটির পরিচয় জানা যায়। জেলা শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক রবি শঙ্কর তেওয়ারি জানান, এই মুহূর্তে শিশুটিকে আইন অনুযায়ী হোমে রাখা হয়েছে।