কিশনগঞ্জ: নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত অবস্থায় বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করল ছেলে। রবিবার সকালে এমনই ঘটনা ঘটেছে কিশনগঞ্জের কোচাধামন থানা এলাকার হাঁটটোলা গ্রামে। মৃতের নাম মহম্মদ শোয়েব আলম। খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ নূর আলম। পেশায় ই-রিকশা চালক। বেশ কিছুদিন ধরেই ই-রিকশাটি বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। কিন্তু বাবা-মা বাঁধা দেয় বিক্রি করতে। এই কারণে পরিবারে অশান্তি লেগেই ছিল। এদিন সকালে মাদকসক্ত অবস্থায় বাড়িতে এসে নেশার টাকার জন্য তার মাকে পেটাতে শুরু করে নূর আলম। নিজের স্ত্রীকে বাঁচাতে ছেলের আক্রোশের শিকার হন বাবা শোয়েব আলম। সেই সময় নূর আলম তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে বলে অভিযোগ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচাধামন থানার পুলিশ। থানার আইসি রনজয় কুমার সিং জানান, ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনে অভিযুক্ত ছেলে নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যাতে দৃষ্টান্তমূলক সাজা পায়, এরজন্য খুব শীঘ্রই আদালতে চার্জশিট দাখিল করা হবে।