কিশনগঞ্জ: স্কুল ছুটির পড়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে ফাঁকা ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অশ্লীল অপকর্মের ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা দপ্তর। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি কিশনগঞ্জের একটি সরকারি স্কুলের। জানা গিয়েছে, গত বুধবার স্কুল ছুটির পড়ে স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ফাঁকা ক্লাসরুমে ডেকে নেয় স্কুলেরই এক শিক্ষক বিজয় কুমার। এরপরেই সেখানে শিক্ষক যৌন হেনস্তা করে বলে অভিযোগ। শিক্ষকের এই অপকর্ম নজরে আসে স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের। সেই অপকর্মের ভিডিও মোবাইলে বন্দি করেন সেই প্রাক্তন ছাত্র। ভিডিও করার বিষয়টি নজরে আসে অভিযুক্ত শিক্ষকের। সেই সময় সেই তরুণের কাছ থেকে অভিযুক্ত মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা ও মারধোর করেন বলে অভিযোগ। বিপাকে পড়ে তিনি স্কুলের যাবতীয় সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করতে নির্দেশ দেন স্কুলের গার্ড বিশাল কুমারকে।
এদিকে ক্লাসরুমের অশ্লীল ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় কিশনগঞ্জ শহরজুড়ে। (যদিও ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। এই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে কিশনগঞ্জ জেলা শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে সংশ্লিষ্ট দপ্তর। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার।