কিশনগঞ্জঃ বিয়ের প্রস্তাবে রাজি না দেওয়ায় যৌন হেনস্তার শিকার হলেন এক নাবালিকা। রবিবার ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ সদর থানা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে কিশনগঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুরজ কুমার। বাড়ি কিশনগঞ্জ সদর থানা এলাকার ফুলবাড়ি চাকলাহাটে। প্রায় দুই বছর ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন সুরজ। রাস্তাঘাটে নানাভাবে অশ্লিল আচরণ করত যুবক। সুরজের অত্যাচারে অবিভাবকরা স্কুল যাওয়া বন্ধ করে দেয়। তারপরেও কুনজর থেকেই রেহাই পায়নি মেয়েটি। নির্যাতিতা জানান, রবিবার ভোরে প্রাতঃকৃত্য সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময়ই তাঁর ওপর ঝাঁপিয়ে বলপূর্বক যৌন নির্যাতন চালাতে শুরু করে সুরজ। সেই সময়ই সে চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবক।
এদিনই কিশনগঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিশনগঞ্জ সদর হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্ত চলছে।