উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাবা হলেন কেএল রাহুল। রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি জন্ম দিলেন এক ফুটফুটে কন্যাসন্তানের। সোমবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন দম্পতি। ২০২৩ সালের জানুনারি মাসে বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে বিয়ে হয় রাহুলের। গত বছর নভেম্বরে রাহুল জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী সন্তান্সম্ভবা। সম্প্রতি সুনীল শেট্টিও জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে রাহুল। আর আজ রাহুলের আইপিএলের দল দিল্লি তাঁদের প্রথম ম্যাচ খেলতে নামার দিনেই অনুরাগীদের এই সুখবর দিলেন রাহুল-আথিয়া। উল্লেখ্য, সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দিল্লি ক্যাপিটালসের পরিচালন কমিটির থেকে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন রাহুল। রবিবার রাতেই তিনি মুম্বই চলে যান। আগামী ৩০ মার্চ হায়দরাবাদের সঙ্গে দিল্লির ম্যাচের আগেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
KL Rahul | বাবা হলেন কেএল রাহুল, স্ত্রী আথিয়ার কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট: