গৌরহরি দাস, কোচবিহার: আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের চাকরির বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ না করলে কোচবিহারে জোরদার আন্দোলন হবে বলে হুমকি দিল কেএলও লিংকম্যান এবং ওয়েলফেয়ার সোসাইটি (KLO)। সোমবার সাংবাদিক বৈঠক করে প্রশাসনের উদ্দেশে এমনই হুমকি দিয়েছে তারা।
সংগঠনের অভিযোগ, মূলস্রোতে ফিরে আসা তাদের সদস্যদের হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই পরিষ্কার করে ঘোষণা করেছেন। এই অবস্থায় এদিন সংগঠনের তরফে জানানো হয়, তাদের সংগঠনের অন্তত দুই শতাধিক সদস্য রয়েছেন। যাঁদের কাগজপত্র নেওয়া সহ চাকরির ব্যাপারে পুলিশি ভেরিফিকেশন অনেকদিন আগেই হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও কোনও এক অজানা কারণে চাকরি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফে শুধু তাঁদের ঘোরানো হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের অভিযোগ, এ নিয়ে কয়েক মাস আগেও তারা কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে আন্দোলনে বসেছিল। দিনরাত আন্দোলন করেছিল। এরপর পুলিশ সুপার তাঁদের সঙ্গে কথা বলে চাকরির বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরেও তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না।
সংগঠনের সভাপতি তুষারকান্তি রায় বলেন, ‘‘আমরা বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী বলার পরেও কেন আমাদের চাকরি দেওয়া হচ্ছে না। অথচ আমাদের কাগজপত্র নেওয়া থেকে শুরু করে পুলিশি ‘ভেরিফিকেশন’ দীর্ঘদিন আগেই হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ নিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব। এর মধ্যে চাকরির বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ না করলে আমরা অনশন আন্দোলনে বসব।’’