কলকাতা: অপেক্ষা আর ঠিক এক মাসের। তারপরই ক্রিকেটের নন্দনকাননে বেজে উঠবে করব, লড়ব, জিতব, রে-র রিংটোন। শুরু হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। আজ সন্ধ্যার দিকে সিএবি সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ মার্চ থেকে ইডেনে অনুশীলন শুরু করতে চলেছে কেকেআর। শেষ আইপিএলের চ্যাম্পিয়ন দলের অনেক কিছু বদলেছে। শ্রেয়স আইয়ার কেকেআরে নেই। মেন্টর গৌতম গম্ভীর এখন কেকেআর ছেড়ে টিম ইন্ডিয়ার সংসারে। কিন্তু তারপরও শাহরুখ খানের দলকে নিয়ে রয়েছে সাফল্যের বিশাল প্রত্যাশা। যার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে ১১ মার্চ। ঠিক তার দশদিন পর ২১ মার্চ থেকে শুরু আইপিএল। প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি। কিন্তু ২১ মার্চ উদ্বোধনী ম্যাচ যে ইডেনে হচ্ছে এবং কেকেআর খেলবে সেই ম্যাচে, সবারই জানা। তাই ২১ মার্চের দশদিন আগে থেকেই ইডেনে শুরু হয়ে যাচ্ছে নাইটদের আইপিএল পক্ষ।
Kolkata Knight Riders | ইডেনে কেকেআরের অনুশীলন শুরু ১১ মার্চ
শেষ আপডেট: