Friday, February 14, 2025
Homeরাজ্যদক্ষিণবঙ্গDurga Puja | পুজোয় নিখোঁজদের সাহায্যে ‘বন্ধু কলকাতা’

Durga Puja | পুজোয় নিখোঁজদের সাহায্যে ‘বন্ধু কলকাতা’

কলকাতা: কলকাতায় পুজোর (Durga Puja) ভিড়ে হারিয়ে যাওয়ার ঘটনা কম নয়। মূলত শিশু, মহিলা ও বৃদ্ধ-বৃদ্ধারা ভিড়ের মধ্যে অনেক সময়ই তাঁদের পরিজনদের খুঁজে পান না। তাঁদের দ্রুত খুঁজে বের করতে এবার বিশেষ ব্যবস্থা নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ‘বন্ধু কলকাতা’ নামে একটি বিশেষ প্রকল্প তারা নিয়েছে। নিখোঁজের সম্পর্কে তাঁর পরিবারের লোকজন বিকাল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত কলকাতা পুলিশের ফেসবুক পেজে সাহায্য চেয়ে পোস্ট করতে পারবেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (হেডকোয়াটার্স) মীরাজ খালিদ জানিয়েছেন, এর জন্য একটি বিশেষ মোবাইল নম্বরও দেওয়া হচ্ছে। প্রয়োজনে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন সেখানে ফোন করে বিষয়টি জানাতে পারেন। নম্বরটি হল, ৯১৬৩৭৩৭৩৭৩। এছাড়া ১০০ ও ১০৯৮ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।

পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশের ফেসবুক পেজে অভিযোগ জানানোর সময় নিখোঁজ শিশু, মহিলা বা বৃদ্ধ-বৃদ্ধাদের নাম, বয়স, কোন জায়গা থেকে হারিয়েছেন এবং কখন হারিয়েছেন, তা লিখতে হবে। নিখোঁজ ব্যক্তির ছবি ও পরিবারের কারও ফোন নম্বর সেখানে আপলোড করতে হবে। যাঁরা সরাসরি ফোন করে অভিযোগ জানাবেন, তাঁদের অভিযোগও ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। লালবাজারের পক্ষ থেকে এই নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে নিখোঁজ ব্যক্তি বা শিশু সম্পর্কে কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হবে। কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘স্পর্শকাতর বিষয় যেমন শিশুদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এবং কী কী পদক্ষেপ করা হয়েছে, তা তাঁদের পরিবারকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে।’ যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) বলেন, ‘পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাতে ভিড়ের মধ্যে কেউ কোনও সমস্যায় না পড়েন, সেটা দেখাই আমাদের প্রধান কাজ।’

এর আগেও কলকাতা শহরে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অনেকে নিখোঁজ হয়েছিলেন। সেই কারণেই এবার পুলিশ বিশেষ পদক্ষেপ করেছে। এমনিতেই আরজি কর কাণ্ডে উত্তপ্ত শহর। শহরে কোথাও না কোথাও প্রতিদিন বিক্ষোভ, সমাবেশ, মিছিল চলছে। শহরের বেশকিছু রাস্তায় ধর্না অবস্থানও চলছে। এই পরিস্থিতিতে অন্যান্যবারের তুলনায় এবার শহরে পুজোর সময় পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের পদস্থ কর্তারা শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। পঞ্চমী থেকেই অতিরিক্ত পুলিশ শহরের রাস্তায় নেমেছে। গুরুত্বপূর্ণ মোড় ও পুজো মণ্ডপের সামনে পুলিশের ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক খোলা হয়েছে। বিকাল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত সেখানে পুলিশকর্মী মোতায়েন থাকছে। বুধবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা উত্তর ও দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন। প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি না, তা নিয়ে তিনি পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular