উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাইটদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক। আর ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল কেকেআর। ইনিংসের শুরুর দিকেই হ্যাজেলউডের বলে আউট হয়ে যান কেকেআর-এর ওপেনার ডিকক। এরপর ৫৬ রান করে আউট হন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৪৪ রানের ইনিংস আসে আরেক ওপেনার নারিনের ব্যাট থেকে। এরপর ক্রুনালের বলে মাত্র ৬ রানেই আউট হয়ে যান বেঙ্কটেশ। ৩০ রানের ইনিংস আসে রঘুবংশীর ব্যাট থেকে।