Saturday, January 18, 2025
HomeখেলাধুলাKonstas | বুমরাহ-বিতর্কে ভুল স্বীকার কনস্টাসের, তাঁর দেখা সেরা বলছেন খোয়াজা

Konstas | বুমরাহ-বিতর্কে ভুল স্বীকার কনস্টাসের, তাঁর দেখা সেরা বলছেন খোয়াজা

সিডনি: বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহর কঠোর শাস্তি প্রাপ্য। সিরিজের শেষ দুই টেস্টে যেভাবে তরুণ স্যাম কনস্টাসকে আক্রমণ করেছেন দুই সিনিয়ার ভারতীয় ক্রিকেটার, তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এমনই দাবি করেছেন কনস্টাসের আঞ্চলিক দল নিউ সাউথ ওয়েলসের কোচ গ্রেগ শেপার্ড। যুক্তি, সিডনিতে উসমান খোয়াজাকে আউটের পর কনস্টাসের দিকে লক্ষ্য করে বুমরাহর আচরণ দৃষ্টিকটু, গ্রহণযোগ্য নয়।

ঘরোয়া দলের কোচের সেই দাবিকে যদিও খারিজ করে দিয়েছেন স্বয়ং কনস্টাসই। অস্ট্রেলিয়ার বছর উনিশের তরুণ ওপেনার রাখঢাক না রেখেই বলে দিচ্ছেন, দোষটা তঁারই। দিনের একেবারে শেষবেলায় বাড়তি ওভার খেলা এড়াতে সময় নষ্ট করছিলেন উসমান খোয়াজা। যা মানতে পারেননি বুমরাহ। কথা বলতে দেখা যায় খোয়াজার সঙ্গে। কিন্তু তার মাঝেই ঢুকে পড়েন কনস্টাস। বুমরাহর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। শেষপর্যন্ত হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদেরও। খোয়াজা-শিকারে শেষ হাসি হাসেন অবশ্য বুমরাহ এবং তারপর কনস্টাসকে লক্ষ্য করে আগ্রাসী উচ্ছ্বাস।

বিতর্কিত ঘটনা নিয়ে কনস্টাসের অকপট স্বীকারোক্তি, ‘উজি (উসমান খোয়াজা) কিছুটা সময় নষ্টের চেষ্টা করছিল। ভুলটা আমারই। কিন্তু এরকম ঘটেই থাকে। এটাই ক্রিকেট। দুর্ভাগ্য, উজি আউট হয়ে যায়। শেষপর্যন্ত কৃতিত্বটা অবশ্য বুমরাহর প্রাপ্য। উইকেট তুলে নিয়েই ফিরেছিল। তবে দল হিসেবে আমাদের পারফরমেন্স নিঃসন্দেহে দুর্দান্ত ছিল।’

অতি-আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক ইনিংসেই চমকে দেন। রিভার্স স্কুপে গ্যালারিতেও ফেলেন বুমরাহকে। গত চার বছরে টেস্টে যে সাহস দেখাতে পারেননি দ্বিতীয় কোনও ব্যাটার। বিস্ফোরক শুরুতে সবাইকে চমকে দেওয়া ইনিংস নিয়ে বলেছেন, ‘জানি না, মাঠে পা রাখার পর কী হয়েছিল। শুধু চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে। বুঝতে পারছি, যা প্রতিপক্ষকে কিছুটা ধাক্কা দিয়েছিল।’

মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শক। বক্সিং ডে টেস্ট। বুমরাহর নতুন বল সামলানোর চ্যালেঞ্জ। প্রতিপক্ষ দলে নিজের ক্রিকেট আদর্শ কোহলি। কিছুটা নার্ভাস থাকলেও নিজেকে শান্ত রেখে বুমরাহর তৈরি চক্রব্যূহ ভেঙে গুড়িয়ে দেন আগ্রাসী ব্যাটিংয়ে। কনস্টাস বলেছেন, ‘মাঠভর্তি দর্শক। উজিও বলছিল, আমার ব্যাটিং ওরও রক্তচাপ বাড়াচ্ছিল। উত্তেজনায় ফুটছিল। তবে আমার মধ্যে উত্তেজনা কাজ করেনি। অবশ্য অভিষেক ভালোভাবেই হয়েছে, দুই ম্যাচেই জয়ী।’

কনস্টাসের ওপেনিং পার্টনার উসমান খোয়াজা মেনে নেন, সিরিজে বুমরাহ-ফোবিয়ার শিকার। সিরিজের আগে সাত ইনিংসে বুমরাহকে একবারও উইকেট দেননি। আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করেন। যদিও সিরিজ শেষে ছবিটা সম্পূর্ণ আলাদা। ৬ বারই বুমরাহর শিকার। খোয়াজার কথায়, ‘সবাই জিজ্ঞাসা করছিল, কী হচ্ছে? সত্যি কথা বলতে, আমি বুমরাহ-ফোবিয়ায় আক্রান্ত হয়েছিলাম। নির্ণায়ক ইনিংসে ওর চোট দুর্ভাগ্যজনক। তবে ঈশ্বরকে ধন্যবাদ, এই পিচে ওকে খেলতে হয়নি। যখন দেখি বুমরাহ নেই, বুঝে যাই আমাদের সামনে বড় সুযোগ। নিঃসন্দেহে যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে সবথেকে কঠিন বোলার। যখনই বল হাতে পেয়েছে, মনে হয়েছে উইকেট তুলে নেবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | পাঞ্জিপাড়া কাণ্ডের পর সতর্ক প্রশাসন, শিলিগুড়ি কোর্টের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা   

0
শিলিগুড়িঃ সংশোধনাগার থেকে শুরু করে কোর্ট লকআপ, পাঞ্জিপাড়ার ঘটনার পরেই একাধিক নির্দেশ এসেছে রাজ্য প্রশাসনের ওপর মহল থেকে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমা আদালতের নিরাপত্তাকে...

Raiganj | নাম বিভ্রাট! বন্ধু সন্দীপের সঙ্গে মজা করতে গিয়ে হুমকি ফোন প্রশাসক সন্দীপকে,...

0
রায়গঞ্জ: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার প্রশাসক সন্দীপ...

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Most Popular