উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে চিন্তামুক্ত স্ত্রী। দীর্ঘ ২০ দিন পরে দেশের মাটিতে পা রেখেছে স্বামী। এতদিন ভিন দেশে থাকার পর শরীর কেমন আছে? ঠিক মতো খেয়েছে কিনা? তাঁকে কোনও অত্যাচার করা হয়নি তো? এমন একাধিক প্রশ্ন ভিডিও কলেই স্বামীর দিকে ছুঁড়ে দিলেন রাজনী কুমার সাউ। ফোনের অপর প্রান্ত থেকে স্ত্রীর সমস্ত প্রশ্ন মন দিয়ে শোনার পর পূর্ণম বললেন, ‘চিন্তা করো না, আমি ভালো আছি। সবার আগে দাড়ি কেটে একটু ফ্রেশ হতে হবে।’
একদিকে স্বামী পাকিস্তানের (Pakistan) মতো দেশের হাতে আটক, অন্যদিকে তিনমাসের অন্তঃসত্ত্বা রজনী। জীবনের এমন পরিস্থিতিতে ২০ দিন কীভাবে কেটেছে তার হদিস মনে হয় একমাত্র দিতে পারেন পূর্ণমের স্ত্রীই। তাই বুধবার পূর্ণম (BSF Jawan Purnam Kumar Shaw) দেশে ফিরতেই ভিডিও কল (Video Call) করেন রজনী। স্বামীকে দেখেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। ফোনের মধ্যেই স্বামীর শরীরের খোঁজ নেওয়ার পাশাপাশি অনেক কিছু জিজ্ঞেস করেন। এরপর সংবাদ মধ্যমের সামনে রজনী জানান, ‘ভিডিও কলে কথা হল ওর সঙ্গে। একমুখ দাড়ি হয়ে গিয়েছে। আমাকে বলল টেনশন কোরো না। আমি ঠিক আছি। পরে কথা বলছি।’
এরপর চোখের জল মুছে হাসিমুখে রজনী (Rajani Shaw) বলেন, ‘ওর মেডিকেল করা হয়েছে। ঠিকঠাক আছে। যেখানে উনি পোস্টিং ছিলেন, সেখানে চলে এসেছেন। ওখান থেকেই ভিডিও কল করেছিলেন। টেনশন মত করো, হম একদম ঠিক হ্যায়। ছেলের কথা জিজ্ঞাসা করল। বলল দাড়ি বড় হয়ে গিয়েছে। শেভ করে খাবার খেয়ে আসি। দুপুর ৩টে তে ফোন করব।’