সোমবার, ১৭ মার্চ, ২০২৫

RG Kar Case | ‘কলকাতা পুলিশের তদন্তই সঠিক’, সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই বললেন কুণাল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Case) দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy)। আর জি করের ঘটনার একদিন পরই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সেই কথা মনে করিয়েই আজ শিয়ালদা আদালতের রায় ঘোষণার পর তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, কলকাতা পুলিশের তদন্তই সঠিক ছিল।

কলকাতা পুলিশের প্রশংসা করে কুণাল বলেন, ‘আজ শিয়ালদা আদালতে প্রমাণ হয়ে গেল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল। মাঝপথে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল। সেই সিবিআইও কলকাতা পুলিশের তদন্তকেই সঠিক বলে সিলমোহর দিল। প্রথমদিন থেকে কিছু বাম, অতি বাম সংগঠন বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছিল। সেটা না হলে আরও আগে সুবিচার পেত অভয়া।’ তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দোষীদের ফাঁসি চেয়ে এসেছেন।’

প্রসঙ্গত, গত বছর ৯ অগাস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরই সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু সেই সময় জুনিয়ার ডাক্তারদের একাংশ, বিভিন্ন রাজনৈতিক দলগুলি ক্রমাগত সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। একই দাবি করেছিলেন অভয়ার বাবা-মাও। এরপর সিবিআই ঘটনার তদন্ত চালিয়েও সঞ্জয় ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও সিবিআইয়ের তদন্ত নিয়েও অনাস্থা প্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। তবে এদিন অবশেষে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করল আদালত। আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাজা ঘোষণা করা হবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Lex Fridman Podcast | ‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex...

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা।...

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে...