কলকাতা: চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চিকিৎসকদের আন্দোলনে যখন পিছু হঠতে হয়েছে কলকাতা পুলিশকে, সরিয়ে নিতে হয়েছে ব্যারিকেড তার কিছুক্ষণ আগেই কুণাল তার এক্স হ্যান্ডলে চিকিৎসকদের লালবাজার অভিযানের ছবি পোস্ট করে জানিয়ে দেন ‘রাত থাকলে ভোরও আসবে। সমর্থন।’ যে আন্দোলনের প্রধান দাবি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে কুণালও সেই দাবিকেই সমর্থন করলেন কিনা সেই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। তবে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানালেও কুণাল আরও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে। কিন্তু মূল খুন ধর্ষণের তদন্তের কী হল? কী করছে সিবিআই?’
একইসঙ্গে ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন, “সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে। তদন্ত যা হওয়ার হোক। যদি দুর্নীতির অভিযোগের সারবত্তা থাকে উচ্ছন্নে যাক। এ নিয়ে কোনও বক্তব্য নেই। তবে সিবিআইয়ের কাছে অনুরোধ, আসল ঘটনাটা অর্থাৎ খুন-ধর্ষণ। মেয়েটার উপর অত্যাচারের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? একমাত্র গ্রেপ্তার তো কলকাতা পুলিশ করেছে। সিবিআইয়ের কোনও গ্রেফতারও নেই, পদক্ষেপও নেই। দুর্নীতির মামলা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু ধর্ষণ-খুনের ঘটনায় ছেলেটি একা ছিল নাকি কোনও চক্র ছিল সে আপডেটটা তো দিতে হবে।’
গতকালই লালবাজার অভিযানের ডাক দেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের মিছিল বিশাল লৌহ প্রাচীর তৈরি করে আটকে দেয় পুলিশ। অগত্যা ফিয়ার্স লেনে রাস্তার উপর বসে পড়েন চিকিৎসকরা। তাঁরা জানিয়ে দেন, লালবাজার অবধি যেতে না দেওয়া হলে তাঁরা এক পাও সরবেন না। এরপর সারা রাত কার্যত রাস্তাতে বসে-শুয়ে আন্দোলন চালিয়ে যান চিকিৎসক পড়ুয়ারা। যেই আন্দোলন কার্যত পুলিশ ও সরকারের মাথা ব্যাথা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত পিছু হটে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ।