Saturday, November 9, 2024
HomeBreaking Newsকুন্তলের চিঠি মামলায় অভিষেককে অব্যাহতি দিল না নতুন বেঞ্চ, বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের...

কুন্তলের চিঠি মামলায় অভিষেককে অব্যাহতি দিল না নতুন বেঞ্চ, বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

কলকাতা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। আপাতত সোমবার পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়নি। এই মামলায় অব্যাহতি চেয়েছিলেন অভিষেক। শুক্রবারের শুনানিতে বিচারপতির অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ‘আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন পড়লে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে দু’টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে থেকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়, তারই একটিতে আদালতের এই পর্যবেক্ষণ।

নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ আদালতে যাওয়ার পথে দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে চলে যায়। আগের শুনানিতে অভিষেকের আইনজীবী বলেছিলেন, ‘এই মামলায় কেউ পার্টি করেনি। শুধু বক্তব্য রাখা হয়েছে। এতে কেন জিজ্ঞাসাবাদ হবে? অন্তত কেন আশঙ্কা শোনা হোক।’ বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘আপনি নিজে আসেননি কেন?’ তিনি জানতে চান, পার্টি হওয়ার অপেক্ষা কেন করছিলেন অভিষেক। তবে কি কোনও আশঙ্কা আছে? এরপরই আলাদা করে আবেদন করা হয়।

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলার সঙ্গে যুক্ত হোন। পাশাপাশি এই মামলার থেকে অব্যাহতি চেয়ে আর্জিও জানান। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে কোনও অসুবিধা থাকার কথা নয়। শুক্রবার এই মামলার শুনানি ছিল। অভিষেকের আইনজীবীদের তরফে বলা হয়, সোমবার এই মামলার শুনানিতে কোনও আপত্তি নেই। কিন্তু তাঁরা আবেদন জানান, ততদিন পর্যন্ত যাতে ইডি কিংবা সিবিআই কোনও পদক্ষেপ না করে, তার অন্তত একটা নির্দেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আদালত তো ২৪ ঘণ্টা খোলা থাকছে। সেক্ষেত্রে কোনও অসুবিধা হলে আদালত তাদের কথা বিবেচনা করবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IND-S Africa T20 series | ডারবানে টি-২০তে ঝোড়ো শতরান সঞ্জু স্যামসনের, দুরমুশ দক্ষিণ আফ্রিকা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের সঞ্জুর ব্যাটে এল শতরান। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি২০ আন্তর্জাতিক ম্যাচে তিনি ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন, এবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও...

Leopard attack | এক দিনে দু’বার চিতাবাঘের হানা কলাবাড়ি চা বাগানে, বনকর্মীদের ঘিরে বিক্ষোভ...

0
নাগরাকাটা: সকাল-সন্ধ্যায় এক দিনে দুই বার চিতাবাঘের হামলার ঘটনা ঘটল নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে। শুক্রবার সকালে চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন ঝালো ওরাওঁ (৫৫) নামে...

গঙ্গাতীরে অজস্র রহস্যের দেবীগাথা

0
পূর্বা সেনগুপ্ত গঙ্গার ওপরে দ্বিতীয় সেতু ছাড়িয়ে শিবপুরের মন্দিরতলা স্টপ পৌঁছাতে আজ পাঁচ মিনিটও লাগে না। কিন্তু কিছুদিন আগেও শিবপুর যে গঙ্গার ওপার তা ভালোভাবেই...

Ian Botham | মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গেলেন বোথাম, কুমীরের মুখ থেকে প্রাণ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের মুখ থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বোথাম। বিপদ বুঝতে পেরেই...

Ganja smuggling | মাছের আড়ালে পাচারের পরিকল্পনা, উদ্ধার ১৮০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২   

0
রানিগঞ্জ ও আসানসোলঃ অভিনব কায়দায় গাঁজা পাচার। মাছ বোঝাই গাড়িতে মাছের বাক্সের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে গাঁজা ভরে পাচারের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা ভেস্তে দিল...

Most Popular