প্যারিস: মাঝে সময়টা একেবারেই ভালো যায়নি কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদে শুরুর দিনগুলো কেটেছে গোল খরায়। বাদ পড়েন ফ্রান্সের জাতীয় দল থেকেও। তবে খারাপ সময় কাটিয়ে ক্লাব জার্সিতে ছন্দে ফিরেছেন ফরাসি তারকা। এবার ফিরছেন জাতীয় দলেও।
ফ্রান্স জাতীয় দলের হেডকোচ দিদিয়ের দেশঁ বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আগামী মার্চে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরছেন এমবাপে। দেশঁ বলেছেন, ‘নভেম্বরে এমবাপেকে দলে না রাখার কিছু কারণ ছিল। তবে এখন ও সম্পূর্ণ ফিট। যা তাঁর পারফরমেন্সেও প্রতিফলিত হচ্ছে। তাই এখন ওর দলে না থাকার কোনও কারণ নেই। ও দলের অবিচ্ছেদ্য অংশ।’ একইসঙ্গে ইতালি ও ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে তাঁকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন দেশঁ। জানান, রিয়ালে মানিয়ে নেওয়ার জন্যই সময় দেওয়া হয়েছিল ফরাসি ফরোয়ার্ডকে।