উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আমার ছেলে কেন ক্ষমা চাইবে, ও একটা আরশোলা পর্যন্ত মারে না’, এমনই মন্তব্য করলেন সলমন খানের বাবা সেলিম খান।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আছেন বলিউড অভিনেতা সলমন (Salman Khan)। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই প্রজাতির হরিণকে পবিত্র বলে মনে করেন বিষ্ণোই সম্প্রদায়ের লোকেরা। সেকারণে প্রতিশোধ নিতে অভিনেতাকে হত্যা করতে চায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। প্রাণ সংশয় হতে পারে এই আশঙ্কায় সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বলিউড অভিনেতা দুবাই থেকে কিনেছেন নতুন বুলেটপ্রুফ গাড়ি। এবার ছেলের সমর্থনে মুখ খুললেন সলমনের বাবা সেলিম খান (Salim Khan)।
সেলিমের দাবি, তাঁর ছেলে কখনও কোনও প্রাণীর ক্ষতি করতেই পারেন না। এমনকি কৃষ্ণসার হরিণ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সলমন। সেলিম বলেন, ‘সলমন আমাকে কখনও মিথ্যে বলে না। পশুদের মারতে ও মোটেই পছন্দ করে না। বরং পশুদের খুব ভালোবাসে। সলমন তাঁর অসুস্থ পোষা কুকুরের যত্ন নিজের হাতে নিত, সে মারা যাওয়ার সময় কেঁদে লুটিয়ে পড়েছিল।’
কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় লরেন্স বিষ্ণোই বার বার দাবি করেছেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সলমনকে। এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘ক্ষমা চাওয়ার অর্থ হল এটা মেনে নেওয়া যে, ওই হরিণ হত্যা করেছে। সলমন কোনওদিন কোনও প্রাণীকে মারেনি। আমরা একটা আরশোলাও কোনও দিন মারিনি। কখনও বন্দুকও ব্যবহার করিনি। ও কার কাছে ক্ষমা চাইবে?’ এদিকে, শুক্রবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। তবে এই পরিস্থিতিতেও বিগ বসের শ্যুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে মহারাষ্ট্রের পানভেলে ফার্মহাউসের কাছে তাঁকে খুনের পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। বৃহস্পতিবার হরিয়ানার পানিপথ থেকে সুখা নামে একজনকে গ্রেপ্তার করে নভি মুম্বই পুলিশ। চার্জশিটে (Chargesheet) পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশের তরফে দাবি করা হয়েছে, সলমনকে খুনের জন্য অভিযুক্তরা পাকিস্তান থেকে অত্যাধুনিক একে-৪৭, একে-৯২, এম-১৬ এবং তুরস্কে তৈরি জিগানা পিস্তল কেনার প্রস্তুতি নিচ্ছিল। অভিযুক্তরা সলমনকে খুনের জন্য ১৮ বছরের কম বয়সি ছেলেদের ভাড়া করেছে। তাদের সবাই বর্তমানে পুনে, রায়গড়, নভি মুম্বই, থানে এবং গুজরাটে লুকিয়ে আছে।