উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স মাত্র ১৭। এই বয়সেই ফুটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল। তিনি স্পেনের সবচেয়ে দামি খেলোয়াড়। গত মরসুমে অপ্রতিরোধ্য ছিলেন এই উইঙ্গার। এর মধ্যে স্পেনের ইউরো জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন ইয়ামাল। বার্সেলোনার একাধিক ম্যাচ জয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে তাঁর।
কৈশোরেই লামিনে ইয়ামালের দাম শুনলে চমকে যেতে হয়। দুর্দান্ত ছন্দে থাকার প্রভাব পড়েছে ইয়ামালের ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, ইয়ামালের দাম এখন ১৫ কোটি ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তাঁর পরিমান ১৩৮২ কোটি টাকা।
শোনা যায়, বার্সেলোনার এই তরুণ উইঙ্গারকে পেতে চেয়েছিল পিএসজিও। সে জন্য বার্সাকে ২৫ কোটি ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩০২ কোটি টাকা দিতে চেয়েছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু তাদের সে প্রস্তাব শুরুতেই নাকচ করে দিয়েছে বার্সেলোনা। একটি পডকাস্টে এ তথ্য জানিয়েছেন ফুটবল এজেন্ট অ্যান্ডি বারা।
১৮ বছর বয়সে কিলিয়ান এমবাপ্পে ও গাভির দাম উঠেছিল সর্বোচ্চ ৯ কোটি ইউরো। ১৮ বছর বয়সে জুড বেলিংহাম ও পেদ্রি ছুঁয়েছিলেন ৮ কোটি ইউরোর মাইলফলক। আর ১৭ বছর বয়সীদের মধ্যে ইয়ামালের পর ২ নম্বরে আছেন আরেক স্প্যানিশ তারকা আনসু ফাতি, যাঁর দাম উঠেছিল ৮ কোটি ইউরো।