শিলিগুড়ি: ফের বৃষ্টিতে বিপর্যয়। প্রবল বর্ষণের জেরে এবার ভূমিধস দার্জিলিংয়ের রক গার্ডেনের(Rock Garden) রাস্তায়। রাস্তার একটা বড় অংশ ধসে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে এই পথে যান চলাচল। স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে রক গার্ডেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রক গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। রক গার্ডেনকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কিছুদিন আগেই নিয়েছিল জিটিএ। তারপরই এই ধসের ঘটনা ঘটল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে(Darjeeling) বৃষ্টি হয়েছে ১৭৫.৪ মিলিমিটার।