জঙ্গিপুর: উত্তরবঙ্গ থেকে জাল নোট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদে পাকড়াও এক মহিলা ও তার এক সঙ্গী। ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ধুলিয়ানে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর পুলিশ জেলার কর্তারা জানান, উত্তরবঙ্গ থেকে সড়কপথে ও পরবর্তীতে গঙ্গা পেরিয়ে বিপুল পরিমাণ জাল নোট নিয়ে আসা হচ্ছিল মহিলার মাধ্যমে। গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ানের গঙ্গাঘাটে পুলিশ অভিযান চালিয়ে ওই মহিলা সহ তার এক সঙ্গীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ফরিদা বিবি (৩৮) ও ওপর জন তৈমুর শেখ(৫০)। এদের দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুরে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ৩৯৯ টি জাল ৫০০ টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাল নোট গুলি সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করার জন্য আনা হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

