খড়িবাড়ি: বাংলা-বিহার সীমানায় পুলিশের নাকাচেকিংয়ে ৯৩ কার্টন অবৈধ বিদেশি মদ উদ্ধার। বাজেয়াপ্ত একটি পিকআপ ভ্যান। খড়িবাড়ির বাংলা-বিহার সীমানার চেক্করমারি চেকপোস্টে গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিংয়ের সময় একটি পিকআপ ভ্যান আটক করে খড়িবাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যান আটক করতেই রাতের অন্ধকারে সুযোগ বুঝে চম্পট দেয় চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯৩ কার্টন অবৈধ বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯৩টি কার্টন থেকে মোট ৮৩৭ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকা। বিহারে মদ নিষিদ্ধ, তাই মোটা টাকা মুনাফার লোভে ফুলঝাড়ু দিয়ে ঢেকে বিদেশি মদ বিহারের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পূজার প্রাক মুহূর্তে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান নকশালবাড়ির এসডিপিও বিনোদ কুমার মিনা।