Sunday, October 6, 2024
Homeউত্তরবঙ্গKranti | গত দু’দিনের প্রবল বর্ষণে মাথায় হাত চাষিদের, ক্রান্তিতে কৃষিতে ক্ষতি...

Kranti | গত দু’দিনের প্রবল বর্ষণে মাথায় হাত চাষিদের, ক্রান্তিতে কৃষিতে ক্ষতি তিন কোটি

শুভদীপ শর্মা, ক্রান্তি: নতুন করে শনিবার বিকেলের পর থেকে পাহাড়ে বা সমতলে তেমন ভারী বৃষ্টিপাত না হওয়ায় তিস্তার জলস্তর কমতে শুরু করেছে। যার জেরে ক্রান্তি (Kranti) ব্লকের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে গত দু’দিনের প্রবল বর্ষণে ব্লকের কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে চ্যাংমারি, চাঁপাডাঙ্গা ও রাজাডাঙ্গায় সবজিচাষিদের মাথায় হাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা। ঋণ, ধার করে জমিতে চারাগাছ রোপণ করেছিলেন চ্যাংমারির কৃষক সঞ্জিত সরকার। পুজোর আগেই জমির ফসল বিক্রিও শুরু হত। তবে সেটা আর হল কই। তঁার কথায়, ‘ভারী বৃষ্টি ও তিস্তার জল ঢুকে প্রচুর সবজি নষ্ট হয়েছে। এখনও অনেক নীচু জমিতে জল দাঁড়িয়ে।’ এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে কৃষি দপ্তরের বিশেষ দল গোটা এলাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে শুরু করেছে। মাল ব্লক কৃষি আধিকারিক তনুরুচি বর্মন বলেন, ‘কৃষি দপ্তর ও হর্টিকালচার দপ্তর যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। যেসব সবজিখেতে জল দাঁড়িয়ে গিয়েছে সেখানে পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে। এসব প্রতিহত করতে কৃষকদের কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’ প্রথমে প্রচণ্ড গরম। তারপর গত কয়েকদিনের প্রবল বর্ষণে ক্ষতির মুখে জেলার কৃষকরা। ক্রান্তি ব্লকের চ্যাংমারি, চাঁপাডাঙ্গা ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তিস্তা সংলগ্ন জমিতে ব্যাপক পরিমাণে সবজি চাষ হয়। পুজোর আগেই সেগুলো বাজারে বিক্রির জন্য যেত। তবে ভারী বৃষ্টিতে মুলো, সিম, লংকা, স্কোয়াশ, পটল, ধনেপাতা, লাউ, কুমড়ো সহ বিভিন্ন সবজিখেত জলের তলায় চলে গিয়েছে। কৃষি দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, চ্যাংমারিতে ৬০০০, চাঁপাডাঙ্গায় ৪০০ ও রাজাডাঙ্গায় ৮০০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে চ্যাংমারির আপালচাঁদ বস্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি।

চাঁপাডাঙ্গায় বহু জমিতে আমন ধান ফলতে শুরু করেছিল। বৃষ্টিতে বেশ কিছু ধান গাছ জলের তলায়। স্থানীয় কৃষক মফিজর রহমান বলেন, ‘বৃষ্টির জলের ভারে অনেক জায়গায় জলের মধ্যে ডুবে রয়েছে বহু ধান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। ২ বিঘা জমির ধান নষ্ট হয়েছে।’ কয়েক কোটি টাকার ফসল ও সবজির ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাওঁয়ের কথায়, ‘বহু কৃষক আমাদের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। বিষয়টি আমাদের তরফেও কৃষি দপ্তরকে জানানো হয়েছে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malay Ghatak | অসমে তৃণমূলের সেনাপতি মলয়! শীঘ্রই কার্যকর হবে নিয়োগ

0
আসানসোলঃ দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মন্ত্রী মলয় ঘটককে প্রতিবেশী রাজ্য অসমের তৃণমূল...

তৃণমূল যুবনেতার বস্ত্রদান

0
শামুকতলা: আলিপুরদুয়ার ২ ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের প্রায় ৩৫০ জন দরিদ্র মানুষের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিলেন তৃণমূল যুব নেতা...

Durga Puja Market | মিলেছে বোনাস, শেষ রবিবারে চা বলয়ে জমজমাট পুজোর বাজার

0
নাগরাকাটাঃ গত শনিবারই শেষ হয়েছে সব বাগানের বোনাস পর্ব। তাই পুজোর আগের শেষ রবিবারের দিকেই তাকিয়ে ছিলেন ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে বানারহাট পর্যন্ত বিস্তীর্ণ তল্লাটের...

Mohamed Muizzu | ভারতে এলেন মুইজ্জু, চার দিনের সফরে তিক্ততা দূর করাই লক্ষ্য?

0
কলকাতা: ভারত সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। চার দিনের সফরে রবিবার বিকেলে তিনি দিল্লি পৌঁছেছেন। মুইজ্জুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ। ১০ অক্টোবর...

Russia | আর ‘সন্ত্রাসবাদী’ নয় তালিবান, ২ দশক পর দেওয়া তকমা তুলে নিতে চলেছে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তালিবানকে(Taliban) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া(Russia)। শুক্রবার রাশিয়ার বিদেশ মন্ত্রক এই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে...

Most Popular