Thursday, June 1, 2023
HomeBreaking Newsশেষকৃত্যে ভেঙে পড়ল গোটা গ্রাম! চোখের জলে শহিদকে বিদায় জানালো বিজনবাড়ি

শেষকৃত্যে ভেঙে পড়ল গোটা গ্রাম! চোখের জলে শহিদকে বিদায় জানালো বিজনবাড়ি

দার্জিলিং: কথা দিয়েছিলেন বাড়ি ফিরবেন। দার্জিলিংয়ের বিজনবাড়ির যুবক বছর ২৫-এর সিদ্ধান্ত ছেত্রী ফিরেছেন কফিনবন্দী হয়ে। শোকের আবহে ডুবে থাকা বিজনবাড়ির কিজম বস্তিতে সিদ্ধান্তের জন্য আজ শুধুই হাহাকার। এদিন যথাযোগ্য মর্যাদায় সিদ্ধান্তের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। গ্রামের আবালবৃদ্ধবনিতা সারিবদ্ধ হয়ে বীর শহিদকে শ্রদ্ধা জানিয়েছেন।

ছোট থেকেই ডাকাবুকো যুবককে বরাবর টানত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতেই ২০১৯ সালে সেনার প্যারা কমান্ডো বাহিনিতে যোগ দিয়েছিলেন সিদ্ধান্ত। মাস খানেক আগে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের অনুষ্ঠান শেষ করে ১৪ এপ্রিল নিজের কর্মস্থলে ফেরেন। সম্প্রতি কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গিদমন অভিযানে তল্লাশি চালাচ্ছিলেন সেনা জওয়ানের একটি দল। সেই দলে ছিলেন সিদ্ধান্তও। সেখানেই জঙ্গলে পাতা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই শোকে পাথর হয়ে গিয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী। কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা সহ পরিবারের অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments