উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন সুরকার এআর রহমান (AR Rahman) ও তাঁর স্ত্রী সায়রা বানু (Saira Banu)। সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের (Separation) কথা ঘোষণা করেন রহমান। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের টিমের বেসিস্ট মোহিনী দেও (Bassist Mohini Dey) তাঁর স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। এরপর থেকেই দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে বলে জল্পনা শুরু হয়। এমনকি রটে যায় সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়ার জেরেই নাকি সংসার ভেঙেছে রহমানের। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শা।
পরকীয়ার গুঞ্জন উড়িয়ে আইনজীবী স্পষ্টভাবে বলেন, ‘এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলা প্রতিটা বিয়ে ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।’ এমনকি বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এধরনের কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে সেসব কথা উড়িয়ে সায়রার আইনজীবী জানিয়েছেন আর্থিক বিষয়ে রহমান ও সায়রার মধ্যে কোনও আলোচনা হয়নি।