Top News

‘উকিল না মধ্যস্থতাকারী?’ মামলা থেকে সরে দাঁড়ালেন মহুয়া মৈত্র’র আইনজীবী

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ যত দিন যাচ্ছে, চরম নাটকীয় সব মুহূর্ত প্রত্যহ উঠে আসছে মহুয়া মৈত্র’কে কেন্দ্র করে। তেমনই দেখা দিল আজ। শুক্রবার দিল্লি হাইকোর্টে ছিল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির বিরুদ্ধে দায়ের করা তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র’র মানহানি মামলার শুনানি। এই মামলার শুনানির প্রথম দিনেই মহুয়া মৈত্র’র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ নাটকীয় ভাবে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন৷ এর জেরে এদিনের মত মামলাটির শুনানি স্থগিত হয়ে যায়৷ পরবর্তী শুনানির দিন ৩১ অক্টোবর, নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সচিন দত্তা৷

কিন্তু ঠিক কি কারণে সরে দাঁড়ালেন মহুয়ার আইনজীবী? প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র’র সঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের চরম বিবাদের মাঝেই দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে মহুয়া মৈত্র’র প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির সঙ্গে তৃণমূল সাংসদের বিবাদের প্রসঙ্গ৷ দিল্লি হাইকোর্টে এদিনের শুনানি পর্বেও সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে৷ আদালত সূত্রে দাবি, মহুয়া মৈত্র’র হয়ে সওয়াল শুরু করে এদিন বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ দাবি করেন, ‘মহুয়া মৈত্র একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, বিশিষ্ট জনপ্রতিনিধি সাংসদ৷ দুর্ভাগ্যজনকভাবে মহুয়া দেহাদ্রির বন্ধু ছিলেন’, বিচারপতি সচিন দত্তার সামনে মন্তব্য করেন গোপাল শঙ্কর নারায়ণ৷ তিনি বলেন, ইচ্ছা করে মহুয়ার ভাবমূর্তি কলুষিত করতে তাঁকে ফ্রেমড করা হচ্ছে। এই মর্মে মহুয়ার বিরুদ্ধে নিশিকান্ত এবং দেহাদ্রির পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ দাবি করেন মহুয়ার আইনজীবী।

ঠিক সেই সময়েই উচ্চ আদালতে উপস্থিত আইনজীবী এবং মহুয়া মৈত্র’র প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রি উঠে দাঁড়ান এবং অভিযোগ করেন, দুজনেরই প্রিয় পোষ্য কুকুর ‘হেনরি’কে দেহাদ্রির কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে বৃহষ্পতিবার গভীর রাতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন মহুয়া মৈত্র’র বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ৷ ‘আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট’ বা আদালতের বাইরে মামলা রফাদফা করার ইচ্ছা প্রকাশ করে ‘হেনরি’র বিনিময়ে মহুয়ার বিরুদ্ধে সিবিআই-র কাছে দেহাদ্রির পাঠানো অভিযোগপত্র প্রত্যাহারের কথাও বলেন গোপাল শঙ্কর নারায়ণ, দাবি করেন দেহাদ্রি৷ একইসাথে দেহাদ্রি জানান, তিনি যাবতীয় প্রস্তাব নাকচ করেছেন। এই কথা শুনে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি সচিন দত্তা। তিনি বলেন, ‘আমি স্তম্ভিত! এটা কী একজন আইনজীবীর ভূমিকা হতে পারে? আপনি (গোপাল শঙ্কর নারায়ণ) উকিল না মিডিয়েটর (মধ্যস্থতাকারী)? কোর্টরুমের মধ্যে বিচারপতির এই কটাক্ষে নির্বাক থাকেন গোপাল শঙ্কর নারায়ণ। বিচারপতি দত্তা বলেন, ‘এর পরেও কী আপনি এই মামলায় সংযুক্ত থাকতে চান? এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।’ এর পরেই জয় অনন্ত দেহাদ্রিও দাবি করেন, এই মামলায় অংশ গ্রহণ করা উচিত নয় গোপাল শঙ্কর নারায়ণের৷ তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ৷ এর পরেই বিচারপতি সচিন দত্ত জানান ৩১ অক্টোবর হবে মামলার পরবর্তী শুনানি৷

গোটা ঘটনাপ্রবাহের শেষে আদালতের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, ‘আমি শুধুমাত্র জয়(দেহাদ্রি)র সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম কোনওভাবে সেটলমেন্ট করা সম্ভব কি না৷ জয় আমাকে বলেছিল, আজ জানাবে ওর সিদ্ধান্ত৷ এর পরেই আজ ও মামলায় আমার প্রতিনিধিত্ব নিয়ে আপত্তি জানায়৷ ফলত: আমি আদালতকে জানিয়ে দিয়েছি এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা৷’ ৩১ অক্টোবর হবে মামলার পরবর্তী শুনানি দিল্লি হাইকোর্টে। অবশ্য এই মামলার পরবর্তী শুনানির আগেই আগামী সপ্তাহে ২৬ অক্টোবর লোকসভার এথিক্স কমিটির বৈঠক রয়েছে, যেখানে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির বক্তব্য শোনা হবে৷ বলার অপেক্ষা রাখে না, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ঘরে-বাইরে যথেষ্ট চাপের মুখে পড়েছেন কৃষ্ণনগর সাংসদ। তিনি জানিয়েছেন, ‘আসলে লোকসভা নির্বাচন থেকে দূরে রাখতে বিজেপির এই সব ষড়যন্ত্র।’ অবশ্য আইন বিশেষজ্ঞদের মতে, এত সহজে মহুয়ার সাংসদ পদ কেড়ে নেওয়া যাবে না। যদি তিনি সত্যি সত্যি ঘু্ষ নিয়েও থাকেন, পি ভি নরসিংহ বনাম ভারত সরকার (১৯৯৮) এর মামলার রায় অনুযায়ী মহুয়ার সাংসদ পদ সংরক্ষিত করার ক্ষমতা আছে শীর্ষ আদালতের।

উল্লেখ্য, দুবাইনিবাসী জনৈক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে আর্থিক লেনদেনের পরেই সংসদে শিল্পপতি গৌতম আদানি সংক্রান্ত একের পর এক প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কয়েকদিন আগে এই অভিযোগ করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ মহুয়ার বিরুদ্ধে দ্রুত উপযুক্ত পদক্ষেপের দাবিও করেছেন এই বিজেপি সাংসদ৷ লোকসভার অধ্যক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য এথিক্স কমিটিকে দায়িত্ব দিয়েছেন৷ এর পরেই নিশিকান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন তৃণমূল সাংসদ৷ এর পাশাপাশি সংযুক্ত হয়েছে প্রাক্তন বন্ধু ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির সঙ্গে পোষ্য কুকুর ‘হেনরি’কে নিয়ে মহুয়ার টানাপোড়েন ও সংঘাত। এদিকে হীরানন্দানির একটি হলফনামার বয়ান সামনে এসেছে। নিশিকান্ত এবং দেহাদ্রির অভিযোগ স্বীকার করে ‘হলফনামা’য় হীরানন্দানি সাফ জানিয়েছেন, তিনিই মহুয়াকে ব্যবহার করে লোকসভায় আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন তোলাতেন সংসদে। পাল্টা মহুয়া বলেছেন, যে বয়ান প্রকাশ্যে এসেছে, তা কি আদৌ হীরানন্দানির লেখা? না কি সেই বয়ানের খসড়া তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে? মহুয়ার বক্তব্য, হীরানন্দানির ‘হলফনামা’ সাদা কাগজে লেখা হয়েছে। তাতে কোনও ‘অফিশিয়াল লেটারহে়ড’ বা ‘নোটারি’ করা নেই।

অন্যদিকে মহুয়া মৈত্র সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক বর্ষীয়ান সাংসদের দাবি, ‘বিষয়টি নিয়ে ওয়েট এণ্ড ওয়াচ নীতিতে ভরসা রাখছে দল৷ এই ব্যক্তিগত কেচ্ছা ঘাঁটতে গিয়ে দল কোনও ভাবেই নিজের হাত নোংরা করবে না। তাছাড়া বিষয়টি বিচারাধীন, তা-ই এ নিয়ে কোনও মন্তব্য নয়। আদালতের রায় আসুক, এথিকস কমিটি কী সিদ্ধান্ত নেয় দেখা যাক, এর পর সবদিক বুঝেই সিদ্ধান্ত।’ এসবের মাঝেই শুক্রবার ফের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘সিবিআই বা সংসদের এথিক্স কমিটি (যেখানে বিজেপির নিরঙ্কুশ গরিষ্ঠতা রয়েছে) যদি ডাকে, যবে ডাকবে, তাদের জবাব দেব। তার আগে আদানি-নির্দেশিত সংবাদমাধ্যম কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর কোনও সময় বা আগ্রহ কোনওটাই নেই।’ এই প্রসঙ্গে মহুয়া লিখেছেন, ‘আমি এখন নদিয়ায় দুর্গাপুজো উপভোগ করছি। শুভ ষষ্ঠী।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

6 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

6 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

7 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

7 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

7 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

7 hours ago

This website uses cookies.