সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Changrabandha | বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ, চ্যাংরাবান্ধায় যৌথ মিছিল বাম-কংগ্রেস জোটের

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। যার আঁচ পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংরাবান্ধাতেও (Changrabandha)। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ তথা সীমান্ত বাণিজ্য সচল রাখার দাবি জানাল বাম-কংগ্রেস জোট। এই নিয়ে বুধবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধায় একটি যৌথ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক মানুষ।

এদিনের মিছিলে পা মেলাতে দেখা যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য নির্মল ঘোষ দস্তিদার, কোচবিহার জেলা আইএনটিইউসির সভাপতি বিশ্বজিৎ সরকার, সিপিআইএম মেখলিগঞ্জ এড়িয়া-২ কমিটির সম্পাদক দীপক গুহ সহ আরও অনেককে। মিছিলটি চ্যাংরাবান্ধা বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ভিআইপি মোড় পরিক্রমা করে। এরপর বাসস্ট্যান্ডে ফিরে এসে প্রতিবাদ সভা করা হয়।

বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে দীপক গুহ বলেন, ‘বাংলাদেশে যা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার দেখবে। কিন্তু হিন্দুদের দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে কে কবে তুলে দিয়েছে? এখানে ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। অতীতে বাংলাদেশ গঠনের সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় জ্যোতি বসু বিরোধী দলনেতা থাকাকালীন পরিস্থিতি সামলেছেন। দিল্লি থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিও তাঁর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এখন ভারত সরকার এত দেরি করছে কেন?’ বিশ্বজিৎ সরকারও এদিন বলেন, ‘ইউনূস সরকার বাংলাদেশে ব্যর্থ। মৌলবাদীদের রাজত্ব চলছে সে দেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে না দাঁড়িয়ে বরং আমদানি-রপ্তানি বন্ধ করার হুমকি দিচ্ছে কিছুজন। এতে যে ক্ষতিই হবে সেটা বোঝার বোধ এদের হয়নি।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Attempt to sell child | দুয়ারে দুয়ারে বিক্রির প্রস্তাব! ১ মাসের সন্তানসহ ধরা পড়লেন দম্পতি

মালবাজার: মাত্র ১ মাসের কোলের বাচ্চাকে বিক্রি করতে এসে...

Baikunthapur Forest | জঙ্গলে জোরে গান বাজিয়ে বনকর্মীদের নাচ

প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: কথায় বলে, রক্ষকই ভক্ষক। তার উদাহরণ...

Darjeeling | শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে অনুরাগ, অনীতের সঙ্গে সাক্ষাৎ 

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কুয়াশামোড়া দার্জিলিংয়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে...

Harishchandrapur | নেই ডাক্তার, ফাঁকা জেলা পরিষদের চেম্বার  

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েতে...