মালবাজার: অবিলম্বে মালবাজারে (Malbazar) এরিয়া অফিস চালু সহ ১৪ দফা দাবিতে আন্দোলনে শামিল হল বামপন্থী শিক্ষক, শিক্ষাকর্মী ছাত্র-যুবকদের যৌথ মঞ্চ। বুধবার দুপুরে ক্যালটেক্স মোড়ের শহিদ চক থেকে সংগঠনের মিছিল ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে মালের মহকুমা শাসকের করণে এসে পৌঁছায়। সেখানে প্রতিনিধি দল ১৪ দফা দাবিতে স্মারকলিপি দেন। রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীদের সকলকে ভর্তির সুযোগ দেওয়া, ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর ব্যয় কমানো, ধূপগুড়িকে অবিলম্বে মহকুমা ঘোষণা, সমকাজে সমবেতন, জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু, জাতীয় শিক্ষানীতি -২০ বাতিল, সরকারি কর্মীসহ সরকার অধিকৃত সমস্ত দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ প্রদান ইত্যাদি দাবিও তুলে ধরা হয়। মালের মহকুমা শাসক করণে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবব্রত সরকার প্রতিনিধি দলের থেকে ডেপুটেশন গ্রহণ করেন।
আরও পড়ুন: Malbazar | বকেয়া অর্থের দাবিতে মাল বিডিও অফিসে ঠিকাদারদের ধর্না