শিলিগুড়ি: বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পথে নেমেছে বামপন্থীরা। বাম ছাত্র সংগঠন এসএফআই, শিক্ষক সংগঠন এবিটিএ-র তরফে এনিয়ে আন্দোলনে নামা হয়েছে। মঙ্গলবারও এনিয়ে বিক্ষোভ দেখান বাম ছাত্র-শিক্ষক সংগঠনের সদস্যরা। এদিন এবিটিএ-র দার্জিলিং জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ দত্ত জানান, রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মধ্যশিক্ষা পর্ষদের সচিব যেখানে বেসরকারি লার্নিং অ্যাপের বিজ্ঞাপন করছেন সেখানে বাংলার শিক্ষার ভবিষ্যৎ কী? তাঁদের আশঙ্কা, রাষ্ট্রীয় উদ্যোগে যে শিক্ষাব্যবস্থাটা সাধারণের জন্য আছে তার ওপরে কোপ পড়তে চলেছে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর স্কুল খোলা নিয়ে চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
আরো পড়ুন :শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিলিগুড়িতে সরব বিজেপি