উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক সিটির (New York) ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন জোহরান মামদানি (Zohran Mamdani) । ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ১০ শতাংশ ভোট পেয়ে নির্দল প্রার্থীরও পেছনে রয়েছেন ট্রাম্পের প্রার্থী। উল্লেখ্য ৩৩ বছরের মামদানি মননে বামপন্থী ও মুক্ত চিন্তার সমর্থক বলে পরিচিত। বাবা মাহমুদ মামদানি জন্মসূত্রে গুজরাটি। একসময় থাকতেন উগান্ডার কাম্পালায়। সেখানেই ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাহমুদ মামদানি ছিলেন ইন্দো-উগান্ডান রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক ভাষ্যকার। মীরার সঙ্গে পরিচয় থেকে প্রেম, পরে ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। মাহমুদ ও মীরা পরে পাকাপাকি ভাবে আমেরিকায় চলে আসেন। বর্তমানে মাহমুদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজ পড়ান। মীরা ও মাহমুদের ছেলে জোহরান বিয়ে করেছেন সিরীয়-মার্কিন শিল্পী রামা দুওয়াজিকে।
এহেন জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র পদে জয়লাভ করতেই শোরগোল পড়ে গেছে। ট্রাম্প বরাবরই মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে তীব্র আক্রমণ করেছেন। গত ১০০ বছরে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এবং নিউইউর্ক সিটির প্রথম মুসলিম মেয়রও বটে। মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং আরও এক ডেমোক্র্যাট প্রার্থী তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন মামদানি। অ্যান্ড্রু পেয়েছেন প্রায় ৪১ শতাংশের কাছাকাছি ভোট। অন্যদিকে, চরম বিপর্যয়ের মুখ দেখেছেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস। তাঁর প্রাপ্ত ভোট ১০ শতাশেরও নিচে। জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।

