ফ্লোরিডা: পাঁচদিনে দ্বিতীয় হ্যাটট্রিক। আর্জেন্টিনার নীল-সাদা জার্সির পর এবার ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে হ্যাটট্রিক করলেন লিওনেল মেিস। মায়ামির হয়ে এটাই মেসির প্রথম হ্যাটট্রিক। তাও আবার ম্যাচের ৫৭ মিনিটে মাঠে নেমে ৭৮-৮৯ এগারো মিনিটের মধ্যেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। যার ফলে মায়ামি ৬-২ গোলে হারাল নিউ ইংল্যান্ডকে। ৩৪ ম্যাচের ৭৪ পয়েন্ট নিয়ে মায়ামি লিগ তালিকার শীর্ষস্থান মজবুত করল।
ম্যাচের শুরুটা ভালো হয়নি মায়ামির। ৩৪ মিনিটের মধ্যে তারা ০-২ গোলে পিছিয়ে পড়ে। ২ মিনিটে প্রথম গোল করেন ইংল্যান্ডের লুকা লাগোনি। ৩৪ মিনিটে ডিলান বোরেরো ব্যবধান বাড়ান। এক্ষেত্রে মায়ামি গোলকিপার ড্রাকে ক্যালেন্ডার সহজ বল ধরতে গিয়ে ভুল করে বসেন। দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে যায়। তারপর অবশ্য ৪০ ও ৪২ মিনিটে পরপর দুই গোল করে স্কোরলাইন ২-২ করেন লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে বেঞ্জামিন ক্রিমাশ্চি এগিয়ে দেন মায়ামিকে। তারপরই শুরু হয় মেসি-ম্যাজিক। চলতি মরশুমে মেসি মায়ামির জার্সিতে মেজর লিগ সকারে ১৯ ম্যাচে ২০ গোল ও ১০টি অ্যাসিস্ট করে ফেলছেন।
একই সঙ্গে পরের বছরের ফিফা ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল মায়ামি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন, ২০২৫ ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মায়ামিতেই।