নাগরাকাটা: নাগরাকাটার (Nagrakata) চ্যাংমারি চা বাগানে যাওয়ার রাস্তায় হঠাৎই দর্শন মিলল চিতাবাঘের (Leopard)। গাড়িতে করে লুকসান থেকে কয়েকজন ওই বাগানে যাচ্ছিলেন। দলটিতে ছিলেন চা বাগানটির শ্রমিক নেতা ইমরোজ আজমি। তিনি ওই চিতাবাঘটির দুলকি চালে হেঁটে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ঘটনাটি শনিবার গভীর রাতের। ইমরোজ বলেন, ‘সামনে দুটি শাবকও ছিল। ওদেরকে গাইড করে মা চিতা বাঘটি যাচ্ছিল। শাবক দুটি আগেই বাগানের ঝোঁপে ঢুকে যায়। বিষয়টি ম্যানেজারকে জানানো হয়েছে। এখানে খাঁচা পাতার বন্দোবস্ত করলে ভালো হয়।’ বন দপ্তরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।’