উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেড়াজাল দিয়ে ঘেরা সাফারি পার্কে ঢুকে একটি কৃষ্ণসার হরিণের শিকার করে চিতাবাঘ। আর সেই দৃশ্য দেখে আতঙ্কেই মৃত্যু হল আরও ৭ টি হরিণের! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে গুজরাতের ‘স্ট্যাচু অব ইউনিটি’-র কাছেই থাকা এক সাফারি পার্কে। তবে একসঙ্গে এতগুলো হরিণের মৃত্যু কি আতঙ্কের কারণেই হয়েছে? সেই বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে মৃত হরিণগুলির।
উল্লেখ্য, ‘স্ট্যাচু অব ইউনিটি’-র অদুরে অবস্থিত এই সাফারি পার্কটি কেভারিয়া ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। শূলপানেশ্বর অভয়ারণ্যের মধ্যেও পড়ে পার্কটি। আর এই অভয়ারন্যেই রয়েছে চিতাবাঘ। তবে পার্কের কৃষ্ণসার হরিণগুলিকে চিতাবাঘের শিকার হওয়া থেকে বাঁচানোর জন্য বেড়াজাল দিয়ে ঘেরা রয়েছে সাফারি পার্কটি। সেই বেড়াজাল টপকে ঢুকে পড়েছিল এই চিতাবাঘটি, এমনটাই জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা।
এই বিষয়ে কেভারিয়া ফরেস্ট ডিভিশনের দায়িত্বে থাকা বনাধিকারিক অগ্নিশ্বর ব্যস জানান, এই প্রথম সাফারি পার্কটির ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটল। বাঘটি একটি হরিণকে শিকার করে। বাকি ৭ টি হরিণ সেই আতঙ্কেই মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনার পর ২ দিন পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পার্কটি। যদিও সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। চিতাবাঘটিকেও আবার জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।