উত্তরবঙ্গ

Tea Garden | চা বাগানে নানান সমস্যা ঘিরে উদ্বেগ, পদক্ষেপের আর্জি জানিয়ে শ্রমমন্ত্রীকে চিঠি

নাগরাকাটা: অনাবৃষ্টিতে জর্জরিত চা শিল্প। উদ্ভূত এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে শ্রমিক ও মালিকপক্ষ। সেই লক্ষ্যেই এবার বৈঠক ডাকার আর্জি জানিয়ে শুক্রবার শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিল তৃণমূল চা বাগান(Tea Garden) শ্রমিক ইউনিয়ন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর উত্তরবঙ্গের কয়েকটি বাগান খোলা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। সেখানকার কর্ণধাররা যাতে জমির লিজ পান, সেই আর্জিও জানিয়েছেন শাসকদলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা। এদিন শ্রম দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণকুমার রায়ের সঙ্গে দেখা করে সেকথা জানিয়ে এসেছেন তাঁরা।

তৃণমূল(TMC) চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, ‘বেশ কয়েকটি চা বাগানে কাঁচা পাতা না থাকার কারণ দেখিয়ে শ্রমিকদের রোজ কাজ দেওয়া হচ্ছে না। মজুরি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বন্ধ বাগানগুলি খোলার পর সেখানে নতুন করে রোপণ, ফ্যাক্টরি ও নিকাশি ব্যবস্থার সংস্কার, সেচ ব্যবস্থা চালু করার মতো কোনও কাজই হচ্ছে না।’ তাঁর অভিযোগ, ‘মালিকদের এব্যাপারে কিছু বলতে গেলেই তাঁরা অজুহাত দেন, লিজ না মেলায় ব্যাংক ঋণ পাচ্ছেন না।’ তাই তাঁরা এব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন।

তাঁর আশা, রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করবে। শ্রমমন্ত্রীর উদ্দেশে সংগঠনটির তরফে যে চিঠি পাঠানো হয়েছে তাতে এবারের চায়ের মরশুমে প্রথম ও দ্বিতীয় ফ্লাশে উৎপাদন মার খাওয়ার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বহু বাগানে শ্রমিক-কর্মচারীদের মজুরি অনিয়মিত হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। টি বোর্ড(Tea Board) চা শিল্পে যে সমস্ত রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, সেগুলি কৃষির অন্য ক্ষেত্রে দিব্যি ব্যবহার করা হচ্ছে বলেও সংগঠনটি জানিয়েছে। এই বিষয়টির পুনর্মূল্যায়ন হওয়া দরকার বলে মনে করছে ইউনিয়ন। অন্যদিকে, বন্ধ থাকার পর খুলে দেওয়া বাগানগুলির লিজের বিষয়টি নিয়ে সংঠনের নেতারা বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে কথা বলতে যান। সেই প্রতিনিধিদলে ছিলেন রবিন রাই, জোসেফ মুন্ডা, প্রকাশ বাগোয়ারের মতো নেতারা।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

PM Narendra Modi | ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন মোদির, দিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান (Masoud Pezeshkian)।…

25 mins ago

Himachal Pradesh | ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, বন্ধ ১৫০ রাস্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বন্ধ রয়েছে ১৫০টি রাস্তা। সিমলায় জারি…

32 mins ago

Siliguri | ফাস্ট ফুডের দোকানের আড়ালে রমরমিয়ে মদের ব্যবসা! গ্রেপ্তার ১

শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার…

44 mins ago

KFL-2024 | ভবানীপুরের পর এবার রেনবো, দ্বিতীয় ম্যাচেও ড্র করে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা লিগে ফের আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্টস দল। ২-২ গোলে রেনবো…

48 mins ago

Kashmir Encounter | কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, শহিদ জওয়ান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে (Kashmir Encounter) শহিদ হলেন…

51 mins ago

কুমারগঞ্জ: পুকুরে মাছ ধরতে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের…

53 mins ago

This website uses cookies.