উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষক থেকে রাজনৈতিক নেতা। এমনকি দেশের শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীও। সেই সুকান্ত মজুমদারই এবার রীতিমতো পেশাদার মডেলদের ঢঙে র্যাম্পে হাঁটলেন তিনি। দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের ফ্যাশন শোয়ে সুকান্তর র্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জোতিরাদিত্য সিন্ধিয়া উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী। তিনি এবং প্রতিমন্ত্রী সুকান্তই দায়িত্ব নেন ওই ফ্যাশন শোয়ে উত্তর-পূর্ব ভারতের পোশাকি ধরণ তুলে ধরার। উত্তর-পূর্ব ভারতের বস্ত্রশিল্প, শিল্পীদের দক্ষতা এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতেই তাঁরা ব়্যাম্পেও হাঁটেন। তবে রীতিমতো পেশাদার মডেলদের ঢঙেই মঞ্চে হেঁটেছেন দুজনে। প্রসঙ্গত, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য উদযাপনে ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের আয়োজন হয়। সেখানেই সিন্ধিয়ার সঙ্গে ব়্যাম্পে হাঁটেন সুকান্ত। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সিন্ধিয়া লেখেন, ‘সংস্কৃতি এবং সৃজনশীলতার উদযাপন। উত্তর-পূর্ব ভারতের উজ্জ্বল উপস্থিতি তুলে ধরতে পারার অভিজ্ঞতা দারুণ।’