উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিকশা চালকদের অবরোধ (Road Block) বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার সকলে থেকে ঢাকার মহাখালিতে রাস্তা এবং রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশা চালকেরা (Rickshaw drivers)। এরফলে বেজায় সমস্যায় পড়েন সাধারণ মানুষেরা। গত মঙ্গলবার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল সে দেশের হাইকোর্ট। তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন রিকশা চালকেরা।
রাজধানীর (Dhaka) রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে অনেকদিন ধরেই ক্ষুব্ধ সে দেশের মানুষেরা। কারণ রিকশার ফলে নিত্যদিন লেগেই থাকে দুর্ঘটনা। সঙ্গে থাকে যানজট। এরফলে ভীষণ সমস্যায় পড়েন প্রত্যেকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার হাইকোর্ট (High Court) নির্দেশ দেয়, ‘মহানগরীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে হবে।’ আবার ওইদিন রাতেই রিকশার ধাক্কায় মৃত্যু হয় এক ছাত্রীর। দুই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ। একদিকে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা, অন্যদিকে পথে নামেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
এদিন সকাল ৯টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। দুপুরের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের বচসা বাধে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। ঘটনা প্রসঙ্গে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজম সকালে বলেন, ‘অবরোধের জেরে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিকশাচালকেরা সেখান থেকে সরে যান। বছিলাতেও একই দাবিতে রিকশাচালকেরা অবরোধ করেছেন। এ ছাড়া মিরপুর, গাবতলীসহ ঢাকার বিভিন্ন জায়গায় রিকশাচালকদের অবস্থানের কথা জানা গেছে।’