বালুরঘাট: ‘কেন্দ্র সরকারের তরফে শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ অফার। লোন নিলেও দিতে হবে না কোনও সুদ!’সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এমনই এক পোস্টার। সেই পোস্টারের ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি। এই ঘটনায় সোমবার সকাল থেকে শোরগোল দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায়।
জানা গেছে, সুদ ছাড়াই ৪০ হাজার টাকা লোন পাবে বোনেরা। সৌজন্যে খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের ছবি দিয়েই তৈরি সেই পোস্টার ঘুরে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়। ওই ভুয়ো পোস্টে লোনের আবেদনের লিঙ্কও দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলেই পড়তে হবে সাইবার প্রতারিতদের ফাঁদে। এমন ঘটনা দেখার পর সুকান্ত অনুগামীরা তড়িঘড়ি খবর দেন মন্ত্রীকে। তিনিও অভিযোগ জানান পুলিশে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আবার বয়ান একই রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ছবি দিয়ে তৈরি করা হয়েছে এ ধরণের পোস্ট।
দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার সূত্রে খবর, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সাইবার প্রতারকদের দাপট বেড়েছে। বাদ যায়নি জেলার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিসের উচ্চপদস্থ কর্তারাও। এবার জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছবি ব্যবহার করে এমন প্রতারণা চক্রের হদিশ পাওয়া মেলায় আরও সতর্ক হচ্ছে প্রশাসন।