দিনহাটা: একেতেই নিয়মিত স্কুলে আসছেন না। তার ওপর ক্লাস না করিয়ে লুডু খেলাতেই মেতে থাকছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ! এমনই অভিযোগে সরব হলেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে দিনহাটা-২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের কুঠি হাইমাদ্রাসার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন তাঁরা।
অভিযোগ, শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেন না। স্কুলে এলেও নির্দিষ্ট সময়ে অনেকেই আসেন না। ক্লাস ঠিকমতো না করিয়ে লুডু খেলায় মেতে থাকেন অনেকেই। এর প্রতিবাদেই এদিন স্কুলে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নয়ারহাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। শিক্ষকদের জন্য স্কুলের তালা খুলে দেওয়া হয়। টিচার ইনচার্জ হাসানুর মজুমদার বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। শিক্ষকের অভাব রয়েছে। এভাবে স্কুল চালাতে সমস্যা হচ্ছে।’